বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে দিন যত এগোচ্ছে ততই দেশজুড়ে (India) বৃদ্ধি পাচ্ছে প্রতারণার সংখ্যা। পাশাপাশি, প্রতারণার জন্য প্রতারকেরা নিত্যনতুন পন্থার অবলম্বন করছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রায়শই দেখা যায় যে, প্রতারকরা সিম কার্ড পরিবর্তন করে অনলাইনে প্রতারণা করে। তবে, এবার সরকার বড় পদক্ষেপ গ্রহণ করছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকারের তরফে সরাসরি প্রতারকদের সিম কার্ডসহ তাদের মোবাইল ফোন ব্লক করে দেওয়া হচ্ছে। যারা মোবাইল ব্যবহারকারীদের মেসেজ পাঠিয়ে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে TRAI (Telecom Regulatory Authority of India)। এদিকে, TRAI-এর অধীনে, টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ DoT মোবাইল নম্বর সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়াও এই ধরণের কার্যকলাপে জড়িত হ্যান্ডসেটগুলিকে ব্লক করা শুরু করেছে।
সরকার ১০ হাজার মোবাইল নম্বর ব্লক করেছে: জানিয়ে রাখি যে অনলাইন জালিয়াতির অভিযোগের জন্য সরকার চক্ষু পোর্টাল (Chakshu Portal) চালু করেছে। তারপরে এখনও পর্যন্ত প্রতারণামূলক SMS পাঠানো ৫২ টি স্থানকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এছাড়াও, ৩৪৮ টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করা হয়েছে। এগুলি ছাড়াও ১০,৮৩৪ টি সন্দেহজনক মোবাইল নম্বর যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। এই সমস্ত মোবাইল নম্বরগুলি ৩০ এপ্রিল ২০২৪-এর মধ্যে যাচাই করতে হত। এর পরে এই নম্বরগুলি ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় সেনা সরানোর আগেই নয়া দিল্লিতে মলদ্বীপের বিদেশ মন্ত্রী, ঘুরে যাবে খেলা? জোর জল্পনা
ভুয়ো নথিতে মিলবে না সিম: প্রসঙ্গত উল্লেখ্য যে, DoT জাল নথির মাধ্যমে নেওয়া ১.৫৮ লক্ষ মোবাইল ডিভাইস ব্লক করেছে। রিপোর্ট অনুসারে, এই বছরের ৩০ এপ্রিল পর্যন্ত, DoT মোট ১.৬৬ কোটি মোবাইল সংযোগ ব্লক করেছে।
আরও পড়ুন: প্লে-অফের আগেই চমকে দিল KKR! দলে যুক্ত হবেন এই দুর্ধর্ষ প্লেয়ার, বেজায় খুশি গম্ভীর
এইভাবে এড়িয়ে চলুন প্রতারণা:
১. কেউ যদি আপনাকে একাধিক প্রতারণামূলক বার্তা পাঠায়, তবে তা অবিলম্বে চক্ষু পোর্টালে রিপোর্ট করুন।
২. এছাড়া ওটিপি, পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য কারো সাথে শেয়ার করবেন না।
৩. প্রতারণামূলক বার্তা পাঠানোর পরিপ্রেক্ষিতে আপনার পাঠানো অভিযোগের সত্যতা যাচাই করে ওই মোবাইলটি বন্ধ করা হবে।
৪. অপরিচিত নম্বর থেকে আসা কল, মেসেজ এবং লিঙ্কগুলিতে ক্লিক করবেন না।
৫. ভুয়ো নথির মাধ্যমে সিম কার্ড ইস্যু করবেন না।