এর কাঠ দিয়ে তৈরি হয় জাহাজ! এই গাছ লাগিয়ে ফেললেই হয়ে যাবেন কোটিপতি

বাংলা হান্ট ডেস্ক: ভালো পরিমাণ অর্থ রোজগারের মাধ্যমে নিশ্চিন্তে জীবন কাটাতে প্রত্যেকেই চান। এমনকি, কোটিপতি হওয়ারও স্বপ্নও দেখেন সকলে। তবে, ভালো অঙ্কের অর্থ রোজগার করা বা কোটিপতি হওয়া কিন্তু সহজ বিষয় নয়। বরং, তার জন্য প্রয়োজন হয় সঠিক পরিশ্রম এবং ধৈর্যের। পাশাপাশি, সঠিক উপায়ও অবলম্বন করতে হয়। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমার আপনাদের কাছে এমন একটি ব্যবসার (Business) প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি শুরুর মাধ্যমে আপনি হতে পারবেন কোটিপতি।

মূলত, আজ আমরা আপনাদেরকে মেহগনি গাছের ব্যবসার বিষয়টি জানাবো। এই ব্যবসা শুরুর জন্য আপনার কিছুটা জমির প্রয়োজন হবে। যেখানে লাগানো হবে ওই গাছগুলি। এমতাবস্থায় আপনার কাছে এক একর জমি থাকলেও আপনি ১২ বছরে কোটিপতি হতে পারেন। আসুন জেনে নিই এই গাছের ঠিক কি কি ব্যবহার রয়েছে এবং কীভাবে এই গাছ থেকে আপনি কোটিপতি হতে পারবেন?

এই গাছের কাঠ দিয়ে জাহাজ তৈরি করা হয়: মেহগনি গাছ থেকে বাদামি রঙের কাঠ পাওয়া যায়। পাশাপাশি এই গাছের কাঠ, পাতা ও বীজ বাজারে চড়া দামে বিক্রি হয়। এর কারণ হল মেহগনি কাঠ সহজে নষ্ট হয় না। এমতাবস্থায়, এই গাছের কাঠ জাহাজ, প্লাইউড এবং গহনার মতো মূল্যবান জিনিস তৈরিতেও ব্যবহৃত হয়।

কাছে আসে না মশা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মেহগনি গাছের আরেকটি বিশেষ গুণও রয়েছে। এই গাছ স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। মূলত, ঔষধি গুণে ভরপুর থাকে এই গাছ। এমনকি, মেহগনি গাছের কাছাকাছি মশা পর্যন্ত আসে না। এমন পরিস্থিতিতে, এই গাছের পাতা ও বীজ ব্যবহার করা হয় মশা তাড়ানোর দ্রব্য ও কীটনাশক তৈরিতে।

আরও পড়ুন: সময় নষ্ট না করে স্বল্প খরচে আজই শুরু করুন এই চাষ! প্রতিটি গাছ থেকে আয় হবে ৫০ হাজার টাকা

রয়েছে আরও ব্যবহার: এছাড়াও, মেহগনি গাছের পাতা ও বীজের আরও একাধিক ব্যবহার রয়েছে। এগুলি থেকে রং, বার্নিশ, সাবান এবং বিভিন্ন ওষুধ তৈরি হয়। পাশাপাশি, এই গাছের ছাল থেকেও বিভিন্ন ওষুধ তৈরি করা যায়।

আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! অল্প বিনিয়োগে শুরু করুন ট্রান্সপোর্ট সংক্রান্ত এই ব্যবসাগুলি, হয়ে যাবেন মালামাল

কেমন জমির প্রয়োজন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মেহগনি গাছ চাষের জন্য উর্বর মাটি প্রয়োজন। পাশাপাশি, সেচপদ্ধতিও ভালো হতে হবে। এই চাষ স্বাভাবিক pH মানের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। তবে, মাথায় রাখতে হবে যে, এই গাছগুলি এমন জায়গায় লাগানো উচিত নয় যেখানে প্রবল বাতাস বইতে পারে। পাশাপাশি, পাহাড়ি এলাকায় এই চাষ হয় না।

If you start cultivating this tree, you will become profitable

হয়ে যাবেন কোটিপতি: মেহগনি গাছ বড় হতে ১২ বছর সময় নেয়। কিন্তু এই গাছ ৫ বছরে একবার বীজ দেয়। একটি গাছ থেকে প্রায় ৫ কেজি বীজ পাওয়া যায়। মেহগনি গাছের কাঠ প্রতি কিউবিক ফিটে ২,০০০ থেকে ২,২০০ টাকায় বিক্রি হয়। এমতাবস্থায়, একটি মেহগনি গাছ বিক্রি হয় ২০ থেকে ৩০ হাজার টাকায়। এই গাছের বীজের দাম হয় প্রতি কেজিতে এক হাজার টাকা। এমন পরিস্থিতিতে এক একর জমিতে আপনি ১২০ টি মেহগনি গাছ লাগিযয়ে ১২ বছরে কোটিপতি হয়ে যেতে পারেন। উল্লেখ্য যে, এক বিঘায় এই গাছ রোপণ করতে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর