চাকরিতে মন ভরছে না? এই ব্যবসা শুরু করলে রোজগার করবেন লক্ষ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্ক : দ্রব্যমূল্যের বাজারে অনেকেই শুধু চাকরি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই অনেকে শখে আবার কেউ বাধ্য হয়ে খুঁজছেন বিকল্প কিছু। আপনিও যদি এরকম বিকল্প কিছুর সন্ধান করে থাকেন তাহলে আপনাকে আজ একটা সুখবর দিতে চলেছি। আজ আপনাকে এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যার মাধ্যমে আপনি মাসে উপার্জন করতে পারেন লক্ষ লক্ষ টাকা। প্রতিদিন মাত্র ৪-৫ ঘন্টার বিনিময় আপনি আয় করতে পারবেন মোটা টাকা।

শীতের মৌসুম পড়ে গেছে। এই শীতকালে আমাদের সকলের স্যুপ খুব প্রিয়। ননভেজ যেমন চিকেন, মটন অথবা ভেজ, সব ধরনের স্যুপই আমরা পছন্দ করি। বহু মানুষ আছেন যারা এই শীতের সময় শরীর গরম রাখতে স্যুপ খেয়ে থাকেন। আপনার যদি রান্না করার শখ থাকে তাহলে বিকল্প ব্যবসা হিসেবে বেছে নিতে পারেন এই স্যুপের ব্যবসাকে।

শহর কিংবা মফস্বল, যে কোন জায়গা থেকেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। একটি ছোট অথবা মাঝারি সাইজের দোকান ভাড়া নিতে হবে আপনাকে। আর সব থেকে বড় কথা, আপনার বাড়ি যদি শীতপ্রধান এলাকায় হয়ে থাকে তাহলে সারা বছরই এই ব্যবসা চলবে।

লোকজনের সমাগম হয় এমন জায়গায় দোকান খোলা ভালো। এইসব এলাকায় দোকানের ভাড়া বেশি হলেও আয়ও হবে বেশি। অত্যধিক লোকসমাগম আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। তবে এর সাথে এটাও স্মরণে রাখা জরুরী যে মানুষ কি ধরনের স্বাদ পছন্দ করছেন।Soup

পাশাপাশি বিশেষ নজর দিতে হবে খরচ ও মার্জিন এর দিকে। প্রথমদিকে অল্প কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। এরপরে উপার্জনের মার্জিন দেখে আরও বেশি টাকা বিনিয়োগ করতে পারেন। সাধারণত এক প্লেট বা বাটি স্যুপ তৈরি করতে খরচা হয় ১০ থেকে ১৫ টাকা। এটি আপনি অনায়াসে ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি করতে পারবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর