স্মার্টফোনর মাধ্যমে ঘরে বসেই কামাতে পারবেন অঢেল টাকা, কম পরিশ্রমে হবে মোটা ইনকাম

বাংলা হান্ট ডেস্কঃ একটা সময় একটি জনপ্রিয় টেলিকম সংস্থার ট্যাগ লাইন ছিল “কর লো দুনিয়া মুঠঠি মে”। অর্থাৎ দুনিয়াকে রাখুন আপনার হাতের মুঠোয়। জনপ্রিয় এই ট্যাগলাইনটি আজ যে কতখানি সত্যিই তা বলাই বাহুল্য। স্মার্টফোন হাতে থাকলে দুনিয়ার খবরা-খবর আজ আপনার হাতের মুঠোয়। তবে স্মার্টফোন যে শুধুমাত্র আপনাকে খবর পৌঁছে দিতে সমর্থ তাই নয়, এদিকে আপনি করতে পারেন রোজগারও। বেশকিছু অ্যাপ রয়েছে যেখানে রোজকার করা খুব সহজ। প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপগুলির মাধ্যমে এখন করছেন অনেকেই। আজ আপনাদের এমন একটি অ্যাপসের কথা।

অনলাইন ই-কমার্স অবস্থা থেকে কেনাকাটা আপনিও নিশ্চয়ই করেন। এবার সেই প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করেই টাকা রোজগার করতে পারবেন আপনি। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে EarnKaro App। এই অ্যাপ ডাউনলোড করে আপনাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখা প্রোডাক্টের লিংকটিকে আপনি সেই লিঙ্কটি EarnKaro লিঙ্কে পরিবর্তন করতে হবে এবং সেটিকে শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়ায়। এরপর যদি আপনার বন্ধু-বান্ধবরা সেই লিঙ্ক থেকে জিনিসপত্র কেনেন তাহলে আপনি কমিশনের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন। এই টাকা খুব সহজেই ট্রানস্ফার করে নিতে পারবেন ব্যাংকেও। এখনো পর্যন্ত প্রায় ১০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপটি।

YSense অ্যাপের মাধ্যমে অনেক বড় বড় কোম্পানি মানুষের কাছে মতামত চায়, তারা জানতে চাই গ্রাহকদের বক্তব্য। এখানে আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন। এছাড়া বেশকিছু সার্ভেও করা হয়, যেগুলিতে অংশগ্রহণ করলে আপনিও টাকা রোজগার করতে পারবেন। গিফট কার্ডের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন টাকা। এছাড়া বিভিন্ন অ্যাপসে রিডিমও করা যেতে পারে। জানিয়ে রাখি এই অ্যাপসটি ইতিমধ্যেই ডাউনলোড করে ফেলেছেন প্রায় এক লক্ষ মানুষ।

IMG 20211006 165506

এরপর যে অ্যাপটির কথা বলব তার নাম Task Mate। তবে এখনও পর্যন্ত এই অ্যাপটির বিটা ভার্সনই উপলব্ধ রয়েছে। অর্থাৎ খুব কম মানুষই এটি ব্যবহার করতে পারছেন। কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনাকে বেশ কিছু কাজ দেওয়া হয়। হয়তো আপনাকে বলা হতে পারে আপনার আশেপাশের রেস্টুরেন্টের একটি ছবি তুলে দিতে কিম্বা একটি ইংরেজী লাইন আপনার বাসায় অনুবাদ করে দিতে। এছাড়া সমীক্ষাতেও হয় অংশগ্রহণ করতে পারেন আপনি। এর মাধ্যমে আপনাকে দেওয়া বেশ কিছু টাকা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর