মোদীই বাঁচাবে ভারতীয় ফুটবলকে? এশিয়ান গেমসের আগে কাতর অনুরোধ সুনীলদের হেডস্যারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) ভক্তরা এখন হতাশ। কারণ চীনের হুয়াংঝুতে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্বকারী করার সুযোগ দিচ্ছে না ক্রীড়া মন্ত্রক। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই হতাশ। সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) সাম্প্রতিক অতীতে ইন্টার কন্টিনেন্টাল কাপে ও সাফ কাপে দুর্দান্ত ফুটবল খেলেছে। এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিতে না পারলে সেটা সত্যিই অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে।

ক্রীড়ামন্ত্রক জানিয়েছিল যে এশিয়ান গেমসের দলীয় ইভেন্টগুলির ক্ষেত্রে, শুধুমাত্র তাদের নিজ নিজ ক্রীড়া মহাদেশীয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলিকে এশিয়াডের অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হবে। কিন্তু ভারতীয় ফুটবল দল এশিয়ায় ১৮তম স্থানে রয়েছে এবং সেপ্টেম্বরের শেষের দিকে এশিয়ান গেমস শুরু হওয়ার আগে তাদের পক্ষে শীর্ষ আটে ওঠা অসম্ভব।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেক্রেটারি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “সেপ্টেম্বরে ফুটবল দলকে চীনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য সরকারী সংস্থাগুলির কাছে একটি আবেদন করা হবে। এটি সরকারের নেওয়া সিদ্ধান্ত। সুতরাং, সকলকে এটি মেনে চলতে হবে। তবে আমরা সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করব।”

sunil indian football team

এই কথা শোনার পর ভারতীয় ফুটবল দলের কোচ ঈগর স্টিম্যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন যাতে বিবেচনা করে ভারতীয় দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণটা সম্ভব হয়। এশিয়ান কাপের আগে এই এশিয়ান গেমসের পরীক্ষাটা ভারতীয় ফুটবল দলকে আরও পরিণত করবে বলেই তার বিশ্বাস।

স্টিম্যাক বলেছেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এশিয়ান গেমসের এই সংস্করণে অংশগ্রহণের অনুমতি দেওয়া হোক। আমাদের এই দেশের জার্সি এবং দেশের পতাকার সম্মান রক্ষার জন্য মরিয়া হয়ে লড়াই করবো।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর