বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভর সমাপ্তি ঘটেছে কিছুদিন আগে। ভারত তো বটেই, গোটা বিশ্ব থেকে কোটি কোটি পুণ্যার্থীর যোগদানের মাধ্যমে পূর্ণতা পেয়েছে ১৪৪ বছর অন্তর আয়োজিত মহাকুম্ভ। লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিরা পুণ্য অর্জনের আশায় ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে।
আইআইটি বাবার (IIT Baba) ভাইরাল মার্কশিট
তবে এবারের মহাকুম্ভের ময়দান থেকে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন যে আইআইটি বাবা (IIT Baba), তাঁরই একাডেমিক মার্কশিট এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আইআইটি বাবার মার্কশিট দাবি করে কিছু নথি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মার্কশিট দেখে অনেকেই ধন্য ধন্য করছেন আইআইটি বাবা ওরফে অভয় সিংহকে।
আরও পড়ুন : শক্তি বাড়ল মহিলা RPF পুলিশদের! “শয়তান”-দের ঘায়েল করতে এবার মোক্ষম অস্ত্রের ব্যবস্থা রেলের
সোশ্যাল মিডিয়ায় আইআইটি বাবার মার্কশিট বলে যে নথি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মাধ্যমিকে ৯৩% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন আইআইটি বাবা (IIT Baba) ওরফে অভয় সিংহ। উচ্চমাধ্যমিকে আইআইটি বাবার প্রাপ্ত নম্বর ছিল ৯২.৪ শতাংশ। শুধুমাত্র মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নয়, ২০০৮ সালে আইআইটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে অভয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেও মারকাটারি ব়্যাঙ্ক করেন।
ভাইরাল হওয়া নথির তথ্য অনুযায়ী, আইআইটি বাবা গোটা দেশের মধ্যে ৭৩১তম স্থান অর্জন করেন জয়েন্টে। জানা যায়, এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর কানাডায় বার্ষিক ৩৬ লক্ষ টাকা বেতনের চাকরিও পান অভয়। তবে শেষমেষ যাবতীয় জাগতিক মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নেন আইআইটি বাবা ওরফে অভয় (Abhay Singh)।
महाकुंभ वाले IITian बाबा की मार्कशीट हुई वायरल, लोग देखकर दंग रह गए
दरअसल, बाबा को दसवीं में 93% अंक मिले तो 12वीं में 92.4% अंक मिले
IITian वाले बाबा उर्फ अभय सिंह को सभी सब्जेक्ट में ए1 मिलता दिख रहा है
बाबा को अंग्रेजी में 89, हिंदी में 90 और मैथ्स में 99 अंक मिले हैं।
एक… pic.twitter.com/0Wh1MSYO2H
— Satish Mishra (@SATISHMISH78) March 8, 2025
চলতি বছরের মহাকুম্ভের ময়দান থেকে গোটা দেশবাসীর সাথে পরিচয় ঘটে আইআইটি বাবার (IIT Baba)। যদিও তারপর থেকে বিতর্কিত মন্তব্য ও একাধিক কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন এই সন্ন্যাসী। এমনকি কিছুদিন আগে আইআইটি বাবার হোটেল রুম থেকে গাঁজাও উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও, পরবর্তীকালে জামিন পেয়ে যান আইআইটি বাবা।