আই.আই.টি বোম্বের ছাত্ররা করলো তিরঙা মিছিল , বাম যুবরা পোস্টার দেখালো সাহিন বাগ এবং সারজিল ইমামের পক্ষে

প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে আই.আই.টি বোম্বের যুব ছাত্ররা বিভিন্ন কলেজের রাজনৈতিকবাদের তিব্র নিন্দার সাথে এক পতাকা মিছিল শুরু করে। এই মিছিলে প্রধানত বামপন্থি যুবসম্প্রদায় অংশ নেয়। ১৫০০ এর বেশি আই.আই.টি এর ছাত্র-ছাত্রীরা ১০০০ ফুটের একটি তিরঙা পতাকা নিয়ে হলে জড়ো হয় , যেখানে প্রায় সমস্ত হোস্টেলের ছাত্র ছাত্রী উপথিত ছিল। সেখানে তারা ( ছাত্র ছাত্রী এবং শিক্ষকগন) রাজনৈতিকবাদের তীব্র নিন্দা করে এবং প্রজাতন্ত্র দিবস উজ্জাপন করে। তারপর সাহিন বাগ বিক্ষভের পক্ষে কিছু স্লোগান দেয়। এছাড়াও আই.আই.টি বোম্বে ফর জাস্টিস নামক ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় যেখানে বলা হয়েছে যে ছাত্ররা তৈরি তাদের প্রজাতন্ত্রের পুনঃ উদ্ধার উজ্জাপন করার জন্য। এই ফেসবুক পেজটি প্রধানত ছালানো হয় কিছু বামছাত্রদের দ্বারা যারা ‘ আম্বেদকার পেরিয়র স্টাডি সারকেল’ এর অংশ। এই ঘটনাতে অংশ নেন বিশিষ্ট হাস্যকৌতকবিদ সুনিল গ্রোভার তার লেখা একটি কবিতার সাথে। কবিতাটির নেম ‘ হাম কাগাজ নেহি দিখায়েঙ্গে’ যা প্রধানত এন আর সি এবং সি.এ.এ এর তীব্র বিরোধীতা করে।

83122152 125908212255062 2756451989859598336 o

এছাড়া ও ছাত্ররা সার্জিল ইমামের পক্ষে কিছু পোস্টার এবং স্লোগান দেয়। সার্জিল ইমাম ছিলেন সাহিন বাগ বিক্ষোভের প্রধান কার্যকর্তা। তাকে সম্মুখ নেতা হিসেবেও ভাবা যায়। ১৭ই ডিসেম্বর ভাইরাল হওয়া একটি ভিডিও তে তাকে দেখা যায় ডীল্লিড় মুসলিম সম্প্রদায়ের লোকেদের ছাক্কাজামের প্রধান হিসেবে। সেই ভিডিও তে তিনি বলেছিলেন যে “ উত্তরপ্রদেশে ৩০ শতাংশ মুসলিম শহরে বসবাসরত। তাদের কি লজ্জা নেই? তারা কেন ছাক্কাজাম করতে পারবেনা? ছারাও বিহারে ৬ শতাংশ মুসলিম গ্রামে থাকেন বাকি শহরে। ভারতে বেশিরভাগ মুসলিম শহরে বসবাসকারী । সেইজন্য এটা তাদের ওপর যে তারা এটি মানবে নাকি ।“ আরেকটি ভিডিও কিছুদিন আগেই ভাইরাল হয়, যেখানে তিনি বলেন যে তাদের প্রধান উদ্যেশ্য উত্তর-পূর্ব ভারত কে বাকি ভারতের থেকে বিচ্ছিন্ন করা।

83187611 125908135588403 5571346707817431040 o

ছাত্র ছাত্রীদের এই তিরঙা পতাকা মার্চে সব ধরনের ছাত্র অংশ ণেয়। এছাড়া তাদের দেখা যায় তাহ আলমের জামিনের জন্য ও স্লোগান তুলতে। এছাড়া তারা আলান সুহেব এবং তাহা ফাসাল এর জন্য ও কিছু প্রতিবাদি ভাবমূর্তি প্রকাশ করে যারা প্রধানত বামপন্থি।

Sharjeel IIT B

অন্য পক্ষে তাদের সাথাসাথি শিক্ষকরা ও এই বিষয়ের তিব্র নিন্দা শুরু করেন। এছারা তারা রাজনৈতিকবাদের নিন্দাতেও প্রতিবাদ শুরু করে এই মিছিলে। আই.আই.টি বম্বের একজন শিক্ষক ভরদ্বাজ বাপাট সোম রাজনৈতিকবাদের তীব্র নিন্দার সাথে বলেছেন যে-“ কলেজ উদ্দান রাজনিতীর জন্য নয় এবং এখানে রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো উচিৎ নয়” ।


সম্পর্কিত খবর