বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন বিহারের এক কয়লা ব্যবসায়ী। পড়শী রাজ্য বিহারের প্রমোধ যাদব নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, অবৈধ কয়লা সিন্ডিকেট থেকে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মিলিত ভাবে বছরে প্রায় ২৫০-৩০০ কোটি টাকা আদায় করছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সামনে মমতা ও অভিষেকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন ওই কয়লা ব্যবসায়ী। আর সেই ব্যবসায়ীর ভিডিও নিয়েই এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘তোলাবাজিতে পিসি-ভাইপোর নোবেল ভাবনা আমাকে কখনও অবাক করে না!!!
বিহারের এই ব্যবসায়ী, যিনি কয়লা ব্যবসা করেন, কী বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার জন্য বৈধ যানবাহনকে অবৈধভাবে চাপ দিয়ে রাজ্যের চেক পোস্টগুলি থেকে পিসি-ভাইপো প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা আদায় করে। একই সঙ্গে অবৈধ কয়লাবাহী ট্রাকের জন্য লাল কার্পেট বিছানো হয়।
নতুন দিন, নতুন চিন্তা কীভাবে লুটপাট করা যায় এবং রাজ্যের অর্থনীতিকে পিছিয়ে দেওয়া যায়! ”
শুভেন্দুর টুইট: https://x.com/suvenduwb/status/1734085131860869354?s=48&t=H-35pzf62xpOvQoyCyAm4w
ব্যবসায়ীর অভিযোগ, বিহারের প্রমোধ যাদব নামের ব্যবসায়ীর অভিযোগ, বসিরহাট চেকপোস্টে মার্গেরিটার হাজার হাজার অবৈধ কয়লার লরি ছেড়ে দিয়ে বৈধ লরি থেকে জিএসটির নামে ৮০০০০ থেকে ১৫০০০০ টাকা পর্যন্ত দাবি করে পশ্চিমবঙ্গ সরকার। যাদবের প্রশ্ন, মার্গেরিটার জিএসটি দেওয়ার পর আবার পশ্চিমবঙ্গে কেন জিএসটি দিতে হবে। এছাড়াও প্রশ্ন ছুড়ে তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার অবৈধ লরি আসাম, পশ্চিমবঙ্গ পার হয়ে যাচ্ছে সেগুলিকে আটকানো হচ্ছে না কেন। দু রাজ্যের সরকার ও পুলিশকে যাদব বলেন, অবৈধ কয়লার লরি আটকানোর কি তাদের সাহস নেই?
এরপরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যবসায়ী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে কোল ইন্ডিয়া লিমিটেড মার্গেরিটার থেকে ই নিলামে ব্যবসা করছি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সিবিআই তদন্তের দাবি জানান।
সংবাদ মাধ্যমের সামনে তিনি আরও বলেন,’ আমাদের পশ্চিমবঙ্গে আটকে দেওয়া হচ্ছে। পেপার থাকা সত্ত্বেও মাল ঢুকতে দিচ্ছে না। ওনাদের পেপার চাই না। ওনাদের চাই টাকা। গাড়ি প্ৰতি ১ লক্ষ ৬০ হাজার টাকা নিচ্ছে। সারাদিনে ২০০, ৫০০, ১০০০ গাড়ি যায় তাহলে অভিষেকের খাতায় কত টাকা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আর এদিকে সাধারণ মানুষকে লুঠ করে চলেছেন। ‘ রাজ্যে একাধিক কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত আবহে শুভেন্দুর পোস্ট করা এই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।