দুই দেশের ভোটার তালিকাতেই নাম! ১৬ বছর পর ক্যানিংয় থেকে পাকড়াও, বাংলাদেশি আকবরের কীর্তি ফাঁস হতেই হৈচৈ

Published on:

Published on:

Illegal Immigrant Nabbed in Canning

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও হামলার পর থেকে অবৈধ অনুপ্রবেশ (Illegal Immigration) নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে একাধিক লোককে অবৈধ অনুপ্রবেশের (Illegal Immigration) কারণে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো রাজ্যে বহু অনুপ্রবেশকারী রয়েছে এই সন্দেহে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এই তদন্তেই এবার মিলল আরও এক অবৈধ অনুপ্রবেশকারীর খোঁজ।

সূত্রের খবর, ভারতে দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধভাবে বসবাস করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আকবর আলি মোল্লা। যদিও বাংলাদেশে তাঁর নাম মহম্মদ আকবর আলি গাজি বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়ায় বহু বছর ধরে বসবাস করছিলেন আকবর। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাঁকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।

ভারতীয় পরিচয় নিয়েও ছিলেন বহাল তবিয়তে

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তবে ভারতে তিনি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে আকবর আলি মোল্লা নামে পরিচিত হয়ে উঠেছিলেন। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন (Illegal Immigration), আবার কীভাবে ভারতীয় ভোটার তালিকায় নাম তুললেন, তা এখনও স্পষ্ট নয়।

বুধবার সকালে ধৃত আকবরকে আলিপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Illegal Immigrant Nabbed in Canning

আরও পড়ুনঃ জন্মের পরই RG Kar থেকে হাওয়া শিশু! ৫ বছরেও মিলল না খোঁজ, ভয়ঙ্কর ‘চুরির’ ঘটনায় রাজ্যকে তোপ তরুণজ্যোতির

সক্রিয় দালালচক্রের খোঁজে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলিতে বেআইনি অনুপ্রবেশের (Illegal Immigration) ঘটনা সম্প্রতি বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। অনেক বিদেশি দীর্ঘদিন ধরেই ভারতীয় পরিচয়ে বসবাস করছেন বলে সন্দেহ। এই কাজে কোনও দালালচক্র যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অনুপ্রবেশ ও সাহায্যকারীদের কড়া শাস্তি দেওয়া হবে।