বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষায় বাজারে ইলিশের (Hilsa Fish) চাহিদা আকাশছোঁয়া। এদিকে সেই তুলনায় জোগান কম, দামও মধ্যবিত্তের সাধ্যের বাইরে। তাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে দেদারে ছোট ইলিশ ধরা। সেই সব ইলিশই (Hilsa Fish) বাজারে বিক্রি হচ্ছে আর ক্রেতারা কিনছেনও দেদারে।
খোকা ইলিশ (Hilsa Fish) ধরেই চলছে বিক্রি
দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা র মতো জায়গাগুলিতে গত এক সপ্তাহে প্রচুর খোকা ইলিশ (Hilsa Fish) ধরা পড়েছে। ছোট ফাঁসের জাল দিয়ে ছেঁচে তোলা হয়েছে ৯০ গ্রাম থেকে ১৫০-১৭০ গ্রামের ইলিশ। এই মাছগুলিই তারপর পৌঁছে যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন বাজারে।
কী বলছেন ক্রেতারা: কলকাতার বাজারগুলিতে এই ইলিশই (Hilsa Fish) ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পিস প্রতি ১০০-১৫০ টাকাতেও হয়েছে বিক্রি। বর্তমানে বড়ইলিশের একে তো দেখাই নেই বাজারে। উপরন্তু দামও প্রচণ্ড চড়া। তাই সাধ্যের মধ্যে খোকা ইলিশ (Hilsa Fish) দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে শুরু করেছেন অনেকে।
আরও পড়ুন : নিজের নামে রয়েছে একাধিক ভোটার কার্ড? বড় কেলেঙ্কারির আগে বাড়িতে বসেই বাতিল করুন এই পদ্ধতিতে
ছোট ইলিশ ধরা বেআইনি: যদিও সরকারি নিয়মে ছোট ইলিশ (Hilsa Fish) ধরা বেআইনি। ২৩ সেমির নীচে কোনও ইলিশ ধরা বা ৯০ মিলিমিটারের থেকে কম ফাঁসের জাল দিয়ে মাছ ধরা বেআইনি। অথচ সরকারের চোখকে ফাঁকি দিয়ে সেটাই চলছে দেদারে। জানা গিয়েছে, মৎস্য দফতরকে জানিয়ে কোনও লাভ হয়নি। বাংলাদেশের মতো কড়া আইন না আনা হলে এসব বন্ধ হবে না বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন : মহুয়ার রিসেপশনে চাঁদের হাট, উপস্থিত সনিয়া থেকে রচনাও! কে বাদ পড়ল?
রাজ্যের মৎস্যমন্ত্রীর দাবি অবশ্য, তাঁর কাছে এ বিষয়ে কোনও খবর আসেনি। তবে তিনি জানান, সরকারি নিয়ম উপেক্ষা করে বেআইনি ভাবে মাছ ধরা চলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।