আমি চা বিক্রেতা নই, মামাও নই, আমি কমলনাথঃ বিজেপিকে আক্রমণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ মধ্য প্রদেশে (Madhya Pradesh) কংগ্রেস (Indian National Congress) দলে ভাঙ্গনের পর থেকেই জল্পনা তুঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস প্রবীণ নেতা কমল নাথ (Kamal Nath) এবংশিবরাজ সিং চৌহানের মধ্যে কোন্দল বেড়েই চলেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করার পর থেকেই জল্পনা আরও বেড়ে গেছে।

এরই মধ্যে কংগ্রেস প্রবীণ নেতা কমল নাথ ধর জেলার বদনাওয়ারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন। যা ধীরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তব্যের মধ্যে দিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সদ্য বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কটাক্ষ করে উক্তি করেন। পাশাপাশি কটাক্ষ করলেন শিবরাজ সিং চৌহানকেও।

তিনি বলেন, ‘আমি কোনও রাজা নই। আমি সিংহও নই। এমনকি আমি ‘মামাও’ নই। আমি কোনদিনও চা বিক্রি করি নি। আমি হলাম কমল নাথ। মধ্য প্রদেশের মানুষ এবার সিদ্ধান্ত নেবে কে ইঁদুর কে বিড়াল।’

কমলনাথের এই উক্তির পরিপ্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কমলনাথ পুরো মধ্যপ্রদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। তাঁর ফল ভুগতে হচ্ছে সকলকেই। সমস্তটাই আমরা জনসাধারণের সামনে নিয়ে আসব।

চৌহানের এই কথার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রেদেশের বিজেপি সদস্যরা উত্তেজিত হয়ে ওঠে। কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা বলেছেন, মধ্য প্রদেশের বিজেপি তিনটি শিবিরে বিভক্ত, মহারাজ, নারাজ এবং শিবরাজ।

সম্পর্কিত খবর

X