ODI ক্রিকেটে বিরাট-বাবরের জায়গা নিতে প্রস্তুত এই ব্যাটার, বিশ্ব ক্রিকেটে ফেলেছেন সাড়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মূহুর্তে বিস্বক্রিকেটের অন্যতম বড় দুই তারকা হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। দুজনেরই গোটা বিশ্বে অসংখ্য ভক্ত রয়েছে। দুজনেই একদিনের ক্রিকেটে ৫৫-এর বেশি গড় ধরে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে বিশ্বক্রিকেটে এমন এক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যিনি ভবিষ্যতে দুই মহাতারকাকেই পেছনে ফেলে দিতে পারেন।

এই প্রতিবেদনে বলা হচ্ছে পাকিস্তানের তরুণ ক্রিকেটার ইমাম উল হক-এর কথা। ইতিমধ্যেই তিনি বিশ্বক্রিকেটে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। আজ থেকে পাকিস্তানের মুলতানে শুরু হচ্ছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওডিআই সিরিজ। সেই সিরিজে নিজের ৫০-তম একদিনের ম্যাচ খেলবেন ইমাম উল হক। মাত্র ৫০টি ম্যাচেই তার রেকর্ড রীতিমতো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।

imam ul haq

ওয়ান ডে ক্রিকেটে এই প্রজন্মের সবচেয়ে সফল খেলোয়াড় বিরাট। ওয়ান ডে ফরম্যাটে তার ৪১ টি শতরান রয়েছে। বাবরের ওয়ান ডে কেরিয়ার এখনও এতদূর এগোয়নি। কিন্তু এই মুহূর্তে তিনি পাকিস্তানের সেরা ব্যাটার সেই কথা বলাই যায়। সেই বাবর আজম নিজের প্রথম ৫০টি ম্যাচ খেলার পর ওয়ান ডে কেরিয়ারে ২১২৮ রান করেছিলেন। তার গড় সেই সময় ছিল ৫৩.২০।

বাবরের ৫০ ম্যাচ খেলা পরিসংখ্যানের সঙ্গে ৪৯টি ম্যাচ খেলা ইমাম উল হকের পরিসংখ্যানের তুলনা করলে আপনাকে কিছুটা অবাক হতে হবে। নিজের কেরিয়ারের প্রথম ৪৯টি ওয়ান ডে ম্যাচ খেলে ৫৩.৯৮ গড়ে ২৩২১ রান করেছেন এই ২৬ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার যার মধ্যে সামিল রয়েছে ৯টি শতরান। এই ক্রিকেটার আসলে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হকের ভাগ্নে। নিজে নির্বাচক থাকার সময় ভাগ্নেকে সুযোগ দিয়েছিলেন বলে অনেক সমালোচনাই সহ্য করেছিলেন তিনি। তবে এখন নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন ইমাম উল হক।


Reetabrata Deb

সম্পর্কিত খবর