বেসুরো হলেও ইমনের দৌলতেই টিভিতে মুখ দেখানোর সুযোগ! শিক্ষার্থীদের অপমানের বিরুদ্ধে সরব গায়িকা

বাংলাহান্ট ডেস্ক: স্বজনপোষনের অভিযোগ থেকে সহজে মুক্তি পাচ্ছেন না গায়িকা ইমন চক্রবর্তী (iman chakraborty)। বারংবার নিজের শিষ‍্যদের প্রতি বিশেষ দাক্ষিণ‍্য দেখানোর অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। শুরুটা হয়েছিল বাংলা সা রে গা মা পার ফিনালে পর্বের পর। ইমনের গ্রুপের প্রতিযোগী তথা তাঁর গুরুভাই অর্কদীপ মিশ্র বিজেতা হতে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন ইমন।

এবার ফের তাঁর বিরুদ্ধে নিজের শিষ‍্যদের ‘বিশেষ’ অধিকার দেওয়ার অভিযোগ উঠল। বিষয়টা ঠিক কী ঘটেছে? আসলে রবিবার সকালে আকাশ আট চ‍্যানেলের প্রভাতী অনুষ্ঠান ‘গুড মর্নিং আকাশ’এ অতিথি হয়ে গান গাইতে গিয়েছিলেন ইমন ও তাঁর শিষ‍্য। মূলত গুরু শিষ‍্য পর্বের জন‍্যই গিয়েছিলেন তাঁরা।

IMG 20220118 005634
এদিনের পর্বের ভিডিও চ‍্যানেলের অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া পেজে শেয়ার হতেই কয়েকজন কটাক্ষ শানিয়েছেন ইমনের প্রতি। তাঁদের দাবি, বেসুরো গান গেয়েছে গায়িকার শিক্ষার্থীরা। শুধুমাত্র ইমনের শিষ‍্য বলেই তারা এই বিশেষ সুযোগ পেয়েছে। প্রথমে ব‍্যাপারটা স্রেফ উড়িয়ে দেবেন বলে ভেবেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা।

কিন্তু নাগাড়ে সমালোচনা তাঁর শিক্ষার্থীদের আঘাত করছিল। তাই আসরে নামেন ইমন। সোমবার সোশ‍্যাল মিডিয়া লাইভে এসে নাম না করে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি পালটা প্রশ্ন করেন, তাঁর শিক্ষার্থীদের সু্র, তাল জ্ঞান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা নিজেরা কতটা জানেন? তেমন হলে নিজের পরিবারের সদস‍্যদের এই সব অনুষ্ঠানে পাঠানোর চেষ্টা করে দেখান। কিন্তু সে ক্ষমতা তো নেই। অন‍্যদের সমালোচনাই শুধু করতে জানেন, এই সুরেই ট্রোলাদের জবাব দিয়েছেন ইমন।

উল্লেখ‍্য, কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন গায়িকা। বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন তিনি। এমতাবস্থায় শুভাকাঙ্খীরা লাইভেই তাঁকে পরামর্শ দিয়েছেন, এসব বিষয়ে মাথা ঘামিয়ে শারীরিক অবস্থার অবনতি না করতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর