বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানে (Pakistan) সাধারণ নির্বাচন হয়েছে কিছুসময় আগেই। ফলাফল সামনে এসেছে তাও বেশ কয়েকদিন হয়েছে। কোনো একটি দল একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করতে না পারায় অবশেষে জোট গড়ে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শাহবাজ শরীফ। যদিও পাকিস্তানের মতো দেশে গণতন্ত্রের অস্তিত্ব না থাকায় অনেক বিশেষজ্ঞদের দাবী সেনাবাহিনী তাকে বসিয়েছে এই আসনে।
ক্ষমতায় বসার পরই ভগ্ন এবং রুগ্ন হয়ে যাওয়া পাকিস্তানের অর্থনীতির চাপ পড়েছে শাহবাজ শরীফের ওপর। ঋণের চেপে জর্জরিত অর্থনীতি লুকানোর চেষ্টা করলেই IMF এর সামনে গিয়ে পুনরায় অপদস্থ হতে হচ্ছে পাকিস্তানকে (Pakistan)। এর ফলে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ছে পাকিস্তানের, যদিও তা এই প্রথম নয় এর আগে বহু বিষয়ে নানাবিধ কারণে পাকিস্তানকে অপদস্থ হয়ে হয়েছে।
এদিকে পাকিস্তান কীভাবে ঋণ পেয়েছে তার কাহিনী প্রকাশ পেয়েছে সেদেশের মিডিয়াতে। পাকিস্তানের বিখ্যাত মিডিয়া হাউস GEO NEWS-এর নিবন্ধে স্পষ্টই লেখা হয়েছে যে, IMF এর একটি দল আলোচনার সময় পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সদস্যদের তিরস্কার করে। ইসলামাবাদে বিদেশি দল পাকিস্তান সরকারকে ঠিক কতখানি অপমান করেছিল তার প্রমাণ এসেছে সীমান্তের ওপার থেকে।
আরও পড়ুন : একুশের ভোটের আগে ৬২৭ কোটির বন্ড ক্রয়! তৃণমূলকে দান? কলকাতার শিল্পপতিকে নিয়ে রহস্য
পাকিস্তানকে কিভাবে অপমান করা হলো?
পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়, পাকিস্তান নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় IMF তিরস্কার করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়কে। পাকিস্তানি বিশেষজ্ঞ আলিয়া শাহ বলেছেন, IMF প্রধান নাথান পোর্টার পুরো বিষয়টি নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করেন। তার কথায়, কীভাবে এই হ্যান্ডআউট প্রকাশ করছেন তারা? IMF কে জিজ্ঞাসা না করে হ্যান্ডআউট প্রকাশ করায় তিতিবিরক্ত IMF।
কিন্তু কেন পাকিস্তান সরকারকে তিরস্কার করল IMF?
আলোচনার প্রথম অধিবেশনে IMF এর দল পাকিস্তানি অর্থ মন্ত্রণালয়ের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। সেখানে পাকিস্তান কী করে জবাব দেবে বুঝতেই পারেনি। পরে পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ঔরঙ্গজেব বিষয়টি সামলানোর চেষ্টা করেন এবং ক্ষমা চান এবং কথা দেন যে ভবিষ্যতে এমন ভুল আর করবেন না তারা।
আরও পড়ুন: ভোটের মুখে মোদী সরকারের বিরাট উপহার, ৮০ লাখ টাকার সুবিধা পাবেন মহিলারা!
কী ভুল করেছে পাকিস্তান?
আসলে IMF এর সাথে আলোচনার ঠিক একদিন আগেই পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি জারি করে। যেখানে দাবি করা হয় যে, ইসলামাবাদ IMF এর দেওয়া সমস্ত লক্ষ্য পূরণ করেছে। এমনকি সেখানে এও লেখা ছিল, IMF থেকে পুনরায় সাহায্য পাওয়ার আগেই তারা কাঠামোগত মান ও অন্যান্য লক্ষ্যমাত্রাও পূরণ করে নিয়েছেন তারা। সেইসাথে পাকিস্তানকে দারিদ্র্য থেকে বের করে আনার ক্রেডিট নিয়ে পাকিস্তানি জনতার সামনে জোরেশোরে ঢক্কা-নিনাদ চলতে থাকে সরকারের। আর এই বিষয়ের কারণে ধমক খেতে বাধ্য হয় পাকিস্তানের ভারপ্রাপ্ত সরকার।