এবার থেকে চাকরি পেতে হলে অবশ্যই করতে হবে এই কাজ, গুরুত্বপূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ পুলিশের

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশ এবার নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিটি অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্রেড-টু পদে নিয়োগের শারীরিক দক্ষতার পরীক্ষা। আর ওই পরীক্ষার জন্য প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৩ এপ্রিল (বুধবার) থেকে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না প্রার্থীরা।

পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিক্যাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছিল গত বছর। এবার সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে।

প্রার্থীদের উদ্দেশ্যে কি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে:
জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের শারীরিক দক্ষতার পরীক্ষা শুরু হবে আগামী ২২ এপ্রিল থেকে। যোগ্য প্রার্থীরা ১৩ এপ্রিল (বুধবার)  থেকে তাঁদের পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ছাড়া কোনো প্রার্থী শারীরিক পরীক্ষায় যোগ দিতে পারবেন না। অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে প্রার্থীদের।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক:
যোগ্য প্রার্থীরা http://wbprb.applythrunet.co.in/ ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

WhatsApp Image 2022 04 13 at 12.33.52 PM

যদিও, সম্প্রতি আরও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ পুলিশের হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে একজন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে (সিস্টেম) নিয়োগ করা হবে।

এই পদে আবেদনের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ১৩ এপ্রিলের মধ্যে (বুধবার) অনলাইনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৩ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর