বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার বদলে সেসব দেশের সাহায্য করা হবে, যাঁদের এই ওষুধের খুব দরকার। উনি দেশবাসীদের আশ্বস্ত করেন যে, ভারতে (India) হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কোন অভাব হবে না।
সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এক বৈঠকে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের উৎপাদন বাড়ানো এবং যেসব দেশ এই ওষুধের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, তাঁদের এই ওষুধ সাপ্লাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকদিকে, আধিকারিকরা এই ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার দাবি করেছে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে খারাপ পরিস্থিতিতে ভারতে এই ওষুধের চাহিদার পরিসংখ্যান চান।
বর্তমানে উৎপাদন ক্ষমতার কথা মাথায় রেখে এই ওষুধ রোগী, তাঁদের পরিজন এবং স্বাস্থকর্মীদের দেওয়া হয়। সুত্র অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘কোনভাবেই এই অবসরকে ভারত আর বিশ্বের হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। এটা একটি গুরুত্বপূর্ণ সময়, এখন ভারত মানুষের জীবন বাঁচাচ্ছে। আর এই অবসর আমরা যেতে দেবো না।” শোনা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ নিয়ে দেশের পরিসংখ্যানে কড়া নজর লাগিয়ে আছেন আর হাইড্রক্সিক্লোরোকুইন এর ব্যাপারে জানার পর উনি ফার্মা কোম্পানি গুলোর প্রধানদের ভারতে ওই ওষুধের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বলেন।
সুত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার আগেই করেছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, কেমিক্যাল ও সার প্রতিমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেন, ‘আমি যখন ভারতের উৎপাদন ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীকে জানাতে যাই, তখন দেখি উনি আগে থেকেই এই বিষয়ে জানেন। উনি চেয়েছিলেন যে, আমরা যেন এগিয়ে যাই। উনি নির্দেশ দিয়েছিলেন যে, একটি ভালো পরিস্থিতিতে এসে আমরা যেন এই ওষুধের উৎপাদন বৃদ্ধি সুনিশ্চিত করি।”