আমরা জেহাদি তৈরি করেছিলাম, ওরা সবাই সন্ত্রাসী হয়ে যায়! পাকিস্তানে এখন ৫০টি সন্ত্রাসী সংগঠন আছেঃ ইমরান খান

বাংলা হান্ট ডেস্কঃ আরও একবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবাদ নিয়ে স্বীকারোক্তি করলেন। একটি বিদেশী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানে জঙ্গি ট্রেনিং এর কথা স্বীকার করলেন তিনি। উনি স্বীকার করেন যে, পাকিস্তানে এখন ৫০টি জঙ্গি সংগঠন আছে। যদিও উনি এও বলেন যে, ৯/১১ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তান।

2 22

উনি বলেন, ১৯৮০ এর দশকে আফগানিস্তানের তৎকালীন সোভিয়েত সঙ্ঘের বিরুদ্ধে মোর্চা খোলার জন্য মুজাহিদ্দিনদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তান। তাঁদের জিহাদের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ৯/১১ এর হামলার পর আমেরিকার সাথে সাথে পাকিস্তানেরও শত্রুতা বেড়ে যায় মুজাহিদ্দিনদের। বিগত ১৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার ইমরান খান পাকিস্তানকে পরোক্ষ ভাবে জঙ্গির দেশ বলে স্বীকার করে নিলেন। রাশিয়ার একটি মিডিয়াকে দেওয়া এই ইন্টারভিউতে উনি এই কথা বলেছেন।

আপনাদের জানিয়ে রাখি, এই সপ্তাহেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছিল যে, পাকিস্তানে সেনা আর গোয়েন্দা সংস্থা আইএসআই আফগানিস্তানে লড়ার জন্য আলকায়দা আর অন্যান্য জঙ্গিদের ট্রেনিং দিয়েছে। আর তাঁর জন্য ওই জঙ্গি সংগঠন গুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক বেশ ভালো। কারণ তাঁরা পাকিস্তানের থেকেই ট্রেনিং পেয়েছিল।

সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আলকায়দা আর ওসামা বিন লাদেন কি করে পাকিস্তানে বাস করত সেই নিয়ে কোন তদন্ত করা হয়েছে কিনা জিজ্ঞাসা করলে পাক প্রধানমন্ত্রী জবাব দেন, ‘পাকিস্তানি সেনা আর আইএসআই এই সমস্ত জঙ্গি গোষ্ঠী গুলোকে আফগানিস্তানে লড়ার জন্য ট্রেনিং দিয়েছিল, তাঁদের সাথে আমাদের সম্পর্ক আগাগোড়াই ছিল, আমরা তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলাম বলেই, এই সম্পর্ক বজায় ছিল।”  উনি বলেন, ‘আমরা যখন এই জঙ্গি সংগঠন গুলোর থেকে মুখ ফিরিয়ে নিতে চাই, তখন সবাই সহমত হয়নি। এমনকি সেনার মধ্যেও আমাদের সাথে সবাই সহমত হয়নি। আর এর জন্য পাকিস্তানে হামলা হয়েছিল।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর