ফের পুলিশের হেফাজতে ইমরান খান! এশিয়া কাপে পাকিস্তানের অভিযান শুরুর দিনে জেলে বিশ্বজয়ী ক্যাপ্টেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan), যিনি কিছু বছর আগে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও ছিলেন, তাকে আগস্ট মাসের শুরুর দিকে গ্রেফতার করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু সেই মুক্তি দীর্ঘস্থায়ী হলো না।

আজ ৩০শে আগস্ট বুধবার তাকে ফের জেল হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে সেই পুরনো তোষাখানা মামলার জন্যই তাকে জেলে হেফাজতে রাখছে সেই দেশের পুলিশ। তাকে আদালতে পেশ করা হবে আগামীকাল অর্থাৎ আগস্ট মাসের শেষ দিনে।

আজ থেকে এশিয়া কাপ অভিযান আরম্ভ করছে পাকিস্তান। প্রথম ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নেপাল। আর আজই পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক এর সঙ্গে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক বলে মনে করছেন অনেকে। তারে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় রকমের শঙ্কা দেখা গিয়েছে। আপাতত পাঁচ বছরের জন্য রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণ করা থেকে নির্বাসিত করা হয়েছে তাকে।

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় প্রাক্তন পাক ক্রিকেটার ও কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের বিরুদ্ধে নিজের প্রধানমন্ত্রীত্বের সময়কালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেওয়ার বদলে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালে এই গোপন তথ্য মিডিয়ার সামনে আসে বলে জানা যায়।

আদালতের তরফ থেকে বলা হয়েছে ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুল কাগজপত্র জমা দিয়ে আদালতকে বিপথে চালনা করার চেষ্টা করেছেন। তাই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছিল। ৩১শে আগস্ট কোন নতুন সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তার বিরুদ্ধে বা পক্ষে, সেইদিকে নজর রাখছে গোটা ক্রিকেট বিশ্ব। যদিও এখন শোনা যাচ্ছে তার জুডিশিয়াল কাস্টডির মেয়াদ বেড়ে ১৩ই সেপ্টেম্বর অবধি চলে গিয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর