ইমরান খানের সঙ্গ ত্যাগ সহযোগী দলের! বাজল পাক প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান Pakistan Tehreek-e-Insaf (PTI) সরকারের প্রধান জোট অংশীদার Muttahida Qaumi Movement Pakistan (MQMP)-র কাছ থেকে এবার একটি বড় ধাক্কা খেয়েছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই দলটি বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (PPP) সঙ্গে একটি চুক্তি করেছে। স্থানীয় গণমাধ্যম অনুসারে, পিপিপি প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার সকালে টুইট করেছেন যে, ঐক্যবদ্ধ বিরোধী দল এবং MQM-এর মধ্যে একটি চুক্তি হয়েছে।

এই প্রসঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি টুইটারে লিখেছেন, “রাবতা সমিতি MQM এবং PPP CEC( The Central Executive Committee) উল্লিখিত চুক্তিটি অনুমোদন করবে। আমরা আগামীকাল আইএ-এর কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিডিয়ার সাথে বিস্তারিত জানিয়ে দেব। পাকিস্তানকে অভিনন্দন।”

এদিকে, অনাস্থা প্রস্তাবের গুরুত্বপূর্ণ ভোটের ঠিক আগের গভীর রাতে ঘটা এই ঘটনাগুলি ইমরান খানের ভবিষ্যৎকে আরও প্রশ্নের মুখে ফেলেছে। কারণ পিটিআই সরকার ইতিমধ্যেই সংসদের নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৪২ জন সদস্য রয়েছে। এর মধ্যে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য বিরোধীদের ১৭২ টি ভোট প্রয়োজন।

এদিকে, পিটিআই-এর নেতৃত্বাধীন জোট সরকার ১৭৯ জন সদস্যের সমর্থনে গঠিত হয়েছিল, কিন্তু MQMP পদত্যাগ করার পর, ইমরান খানের দলের কাছে এখন মাত্র ১৬৪ জন সদস্যের সমর্থন অবশিষ্ট রয়েছে। যদিও, জাতীয় পরিষদে বিরোধী দলের এখন ১৭৭ জন সমর্থক রয়েছে। স্বাভাবিকভাবেই, তাদের পিটিআই-এর অসন্তুষ্ট সাংসদদের সমর্থনের কোনো প্রয়োজন নেই।

এমতাবস্থায়, ইমরান সরকারের একজন মন্ত্রী আসাদ উমর জানিয়েছেন যে, ইমরান খান তাঁর অভিযোগ সমর্থন করার জন্য পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালকে একটি চিঠি দেখাতে প্রস্তুত, যেখানে তিনি দাবি করেছিলেন যে কিছু মানুষ বিদেশি তহবিলের সাহায্যে তাঁর সরকারকে নামিয়ে ফেলার ক্রমাগত চেষ্টা করে চলেছে।

imran khan 14

এই প্রসঙ্গে এক সমাবেশে ইমরান খান জানিয়েছিলেন, “পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশি তহবিলের সাহায্যের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। আমাদের অজান্তেই লোকদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছেন। আমি জানি ঠিক কোনখান থেকে এই চেষ্টা করা হচ্ছে। এমনকি, আমাদের লিখিতভাবে হুমকিও দেওয়া হয়েছে, কিন্তু আমরা জাতীয় স্বার্থে কোনোরকম আপোস করব না।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর