বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সঙ্কটের সন্মুখিন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) বৃহস্পতিবার একটি ট্যুইট করেন। একটি রিপোর্টের উপত ভিত্তি করে ইমরান খান লেখেন, ভারতের (India) ৩৪% মানুষ আগামী এক সপ্তাহের মধ্যে আর্থিক সাহায্য না পেলে চরম সমস্যার সন্মুখিন হবে। আর এরকম মুশকিল সময়ে আমি ভারতকে সাহায্য করতে চাই।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের তরফ থেকে ট্যুইটে লেখা একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে ৩৪% পরিবার এমন আছে যারা এক সপ্তাহের মধ্যে আর্থিক সাহায্য না পেলে মহা বিপদের মধ্যে পড়বে। উনি লেখেন, আমি এই সঙ্কটের সময় ভারতের সাহায্য করার জন্য প্রস্তুত আছি। কিভাবে মানুষের অ্যাকাউন্টে টাকা ট্র্যানস্ফার করতে হবে সেটা আমি ভারতকে জানাতে চাই।
Our govt successfully transferred Rs. 120 billion in 9 weeks to over 10 million families in a transparent manner to deal with the COVID19 fallout on the poor.
— Imran Khan (@ImranKhanPTI) June 11, 2020
ইমরান খান দাবি করে বলেছেন যে, আমাদের টেকনোলোজির প্রশংসা গোটা বিশ্বে হচ্ছে আমাদের সরকার ৯ সপ্তাহে ১২০ বিলিয়ন টাকা এক কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, করোনার সঙ্কটের মধ্যে পাকিস্তান সরকার গরিবদের সাহায্য করেছে।
যদিও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের এই প্রস্তাব ভারতের মানুষের খুব একটা পছন্দ হয়নি। ওনার এই ট্যুইটের জবাবে ভারতীয়রা পাকিস্তানের বর্তমান পরস্থিতি আর করোনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমালোচনা শুরু করে দেয়।
আরেকদিকে, অনেকেই এটা মুখোশের আড়ালে পাকিস্তানের আরেকটি চরিত্র বলেন, একদিকে পাকিস্তান বর্ডারে লাগাতার ফায়ারিং করছে, এবং জঙ্গিদের লাগাতার ভারতে পাঠিয়ে চলেছে তখন আরেকদিকে আন্তর্জাতিক স্তরে নিজেদের ছবি পরিস্কার করার জন্য এরকম ট্যুইট করছে।
জানিয়ে দিই, বর্তমান সময়ে পাকিস্তান নিজেই চরম আর্থিক সঙ্কটের সন্মুখিন। এবং করোনা ভাইরাসে নাজেহাল। এমনকি ইমরান খান নিজেই বলেছিলেন যে, আমরা দেশে দীর্ঘ সময় পর্যন্ত লকডাউন জারি রাখতে পারব না কারণ আমাদের সরকারের কাছে এত পয়সা নেই। আর আমাদের দেশে দরিদ্র শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি। আর সেই ইমরান খানই এখন বলছে যে, আমরা ভারতের গরিবের সাহায্যের জন্য কাজ করতে চাই।