বাংলা হান্ড ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের প্রধান ইমরান খান (Imran Khan) আগামী মার্চে জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিনিয়র নেতা শাহ মাহমুদ কুরেশির এই খবর জানিয়েছেন। কুরেশি রবিবার ঘোষণা করেন, ‘আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন’।
শুক্রবার, পাকিস্তানের নির্বাচন কমিশন (ECP) ঘোষণা করে মোট ৩৩টি আসনের উপনির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পরই আসনগুলি শূন্য হয়। আরও জানা গিয়েছে যে, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইতিমধ্যেই এই মাসের শুরুতে সমস্ত শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
তিনি ১৭ জানুয়ারি টুইট করে জানান, ‘তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন’। কুরেশি আরও জানান, ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময়ও জনগণ পিটিআইকে সমর্থন করে। তাঁর আশা জনগণ আবারও ১৬ মার্চ তাদের ভোট দিয়ে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবেন।
তিনি বলেন, আসন খালি হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করানোর জন্য ইসিপিকে বাধ্য করা হয়। সঠিক সময় নির্বাচন না হলে তা সংবিধানের লঙ্ঘন হবে বলে জানানো হয়। সূত্র মারফত জানা গিয়েছে যে, পিটিআই নেতা বলেছিলেন যে তারা নির্বাচন সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন না। মাসের শুরুতেই আরও ৩৫ জন পিটিআই সাংসদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা যায়।