বাংলা হান্ট ডেস্ক : বরাবরই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা তেমন মধুর নয়। কিন্তু যেভাবে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ওপরে কড়া নজর রেখেছে ভারত তাই তো পাকিস্তান কিছুটা হলেও চিন্তিত। এবং বরাবরই ভারতের ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ইমরান খান সরকার। রাষ্ট্রসংঘ থেকে রাষ্ট্রপুঞ্জ সব ক্ষেত্রেই পাকিস্তান কিন্তু ভারতের বিরোধিতা করে বিভিন্ন মন্তব্য করে থাকে প্রায়ই।
তবে পুলওয়ামা কাণ্ডের পর থেকে ভারতও কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদ ইস্যুতে একেবারে ক্ষিপ্ত হয়েছে। এবং বার বার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুলেছে। কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করে নওয়ার পর থেকে দুদেশের মধ্যে সেই বৈরিতার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বার বার বিভিন্ন ভাবে ভারতকে বিপর্যস্ত করতে চাইছে ইমরান খান। তাই নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মোদীকে বার বার কটাৈক্ষ করে আসছে পাক সরকার।
যদিও ভারতও ইমরানকে কড়া জবাব দিয়েছে। কিন্তু এবার নাগরিকত্ব ও এনআরসি ইস্যুতে ভারত নাকি কাশ্মীরে কিছু ব্যবস্থা নিতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করেছিলেন ইমরান। তবে এবার ভারত যদি কাশ্মীরের ওপর ব্যবস্থা নেয় তাহলে পাকিস্তানও পাল্টা দিতে প্রস্তুত বলে জানালেন ইমরান খান। তাই এ প্রসঙ্গে বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন যে যেকোনো রকমের সমস্যা মোকাবিলা করতে পাকিস্তান প্রস্তুত, এবং পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত।
পাশাপাশি শোনা গিয়েছে পাক সেনাপ্রধানকেও নাকি সতর্ক করে রেখেছেন ইমরান খান। অর্থাত্ ভারত থেকে যেকোনো রকম ভাবে বদলা নিতে তৈরি পাকিস্তান। এমনিতেই বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপরে হামলা চালিয়েছে পাকিস্তান। গোলাগুলি এসব তো রোজগারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।