পাকিস্তান ও ইরানের মধ্যে শুরু নতুন দ্বন্দ, বালুচিস্তান নিয়ে কোণঠাসা ইমরান সরকার

বাংলাহান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদীর আঁতুড় ঘর হিসাবে পাকিস্তানকে (Pakistan) চিহ্নিত করা হয়। সমগ্র বিশ্বই পাকিস্তানকে আতঙ্কবাদিদের মদতদার হিসাবে বিবেচিত করে। পাকিস্তান থেকেই জন্ম নেয় হাজার হাজার সন্ত্রাসবাদী। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা যে দশের উপর পড়ে, সেই দেশ সর্বদা আতঙ্কবাদের ভয়ে গুটিয়ে থাকে।

iran 1

সন্ত্রসাবাদ কাজকর্ম থেকে দূরে থাকার নির্দেশ দিল পাকিস্তানকে
পাকিস্তানের আতঙ্কবাদীদের সাহায্য করার বিষয়ে ইরান (Iran) দিল কড়া জবাব। সন্ত্রাসবাদী কাজকর্ম থেকে দূরে না সরলে, এর ভয়ঙ্কর দল ভুগতে হবে পাকিস্তানকে- কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করল ইরান। এর পাল্টা জবাব দিয়ে পাক সরকার ইমরান খান জানিয়েছে, ইরান যেন আমাদের উপর এই সমস্ত মিথ্যে অভিযোগ না করে। উল্টে সন্ত্রাসবাদীরা ইরানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালায়।

206552 imranwar

ইরানে আশ্রয় নিয়ে আতঙ্কবাদীরা পাকিস্তানে হামলা চালায়
পাক সরকার অভিযোগ করেছে- আলগাবাদী বালুচ লেবোরেশন আর্মি চরম্পন্থি কার্যকলাপকে গুরুত্ব দেওয়ার জন্য ইরানের আশ্রয় গ্রহণ করে। এই প্রসঙ্গে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাওভেদ বাজুয়া ইরানের সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান সর্বদা নিজেদের প্রতিবেশি দেশের সঙ্গে সম্মান এবং মর্যাদার সম্পর্ক বজায় রাখে। এর পাশাপাশি নিজেদের বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ আমরা পছন্দ করি না।’

ইরান থেকে ৫ হাজার মানুষকে পাকিস্তানে পাঠানো হয়
সম্প্রতি পাক সরকার অভিযোগ করেছিলেন, করোনা সংকটের মধ্যে তাঁদের বাঁধা না মেনেও ইরান সরকার সেখান থেকে প্রায় ৫ হাজার মানুষকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণের জন্য ইরানকে দায়ী করছে। আবার, শুক্রবার বালুচিস্তানে ফ্রন্ট এয়ার ক্রপ্সের সংগঠনে আলগাবাদী বালুচ লেবোরেশন আর্মির হামলায় ৬ জন সেনা প্রাণ হারান।

kata

পাক ইরান সীমান্তে পড়তে চলেছে কাঁটাতারের বেড়া
পাকিস্তান এবং ইরানের মধ্যে এক দেশ আর এক দেশকে দোষারোপের বিষয় শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে পাকিস্তান ইরানের সঙ্গে যুক্ত প্রায় ৯০৯ কিমি সীমায় ৩ আরব ডলার ব্যয় করে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে দিয়েছে।

বালুচ ইরান এবং পাকিস্তানের সীমান্ত লাগোয়া একটি অঞ্চল, যেখানে বালুচ সম্প্রদায় বাস করে। গত বছর ফেব্রুয়ারীতে এক হামলায় ইরানের রেভলিউশনের গার্ডের ২৭ জন সেনার মৃত্যুতে ইরান সরকার পাকিস্তানকে করা হুঁশিয়ারি দিয়েছিল। ইরান দাবী করেছিল, পাকিস্তানের চরম্পন্থীরা এই হামলা করেছে। কিন্তু গতবছর এপ্রিলে বালুচে পাক সেনাদের উপর হামলায় ১৪ জন সেনা মারা যাওয়ায়, ইরানের বালুচ আলগাবাদীদের দায়ী করেছে পাক সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর