‘দশ বছর দেশের সেবা করার এই পরিণাম!” বিশ্বকাপ থেকে নাম বাদ পড়ায় আক্ষেপ দিজ্ঞজ খেলোয়াড়ের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দল ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপ স্কোয়ার্ড ঘোষণা করে দিয়েছে। ব্যতিক্রম নয় সাউথ আফ্রিকাও। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা সম্পন্ন করেছে তারা। কিন্তু সেই দলে সুযোগ পাননি তারকা লেগ স্পিনার ইমরান তাহির। এ ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তিনি ২০১৯ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে উপলব্ধ রেখেছিলেন। আর তাই সুযোগ না পেয়ে রীতিমতো হতাশ তিনি।

তাই নিজেই জানিয়েছেন গত বছর গ্রেম স্মিথ তার সঙ্গে কথা বলেছিলেন। ডুপ্লেসিস, এবি ডি ভিলিয়ার্স এবং তাকে নির্বাচনের জন্য নজরেও রাখা হয়েছিল। কিন্তু মার্ক বাউচার কোচ হিসেবে আসার পর তার সঙ্গে রণনীতি নিয়ে আর কোনও আলোচনা হয়নি। তাহির বলেন, “আমি ভীষণ খারাপ লাগছে এটা ভেবে যে আমি দলে নেই। গত বছর গ্রেম স্মিথ আমার সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আমি চাই তুমি বিশ্বকাপ খেলো, যা অস্ট্রেলিয়ায় ছিল। আমি স্পষ্টভাবে বলেছিলাম যে আমি উপলব্ধ এবং সম্মানিত। কারণ আপনি আমাকে সম্মান দিয়েছেন। আমি প্রস্তুত।”

শুধু তাই নয়, তাহিরের মতে তিনি ১০ বছর ধরে দেশের সেবা করেছেন তার আরও বেশি সম্মান পাওয়া উচিত। তিনি বলেন, “কয়েক মাস পর আমি স্মিথ এবং বাউচারকে মেসেজ করেছিলাম কেউ আমাকে উত্তর দেয়নি। বাউচার কোচ হওয়ার পর থেকে, তিনি একবারও আমার সাথে যোগাযোগ করেননি, তার পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। সত্যিই দুঃখজনক। আমি ১০ বছর দেশের সেবা করেছি। আমি মনে করি এদের তুলনায় আমি একটু বেশি সম্মান পাওয়ার যোগ্য।”

IMG 20210911 161906

প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক টি-টোয়েন্টি লিগে সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন তাহির। বয়সকে প্রায় তুড়ি মেরে উড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব জিতে নিয়েছেন একাধিকবার। তাই তার দলে না থাকা এবং সেই সূত্র ধরে হতাশ হওয়া খুবই স্বাভাবিক। জানিয়ে রাখি, ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুবাইতে উইকেট যে স্পিনের জন্য সহায়ক হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। সেখানে তাহিরের মত একজন অভিজ্ঞ স্পিনারের না থাকায় নিশ্চয়ই কিছুটা হলেও চাপে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর