জনগণের প্রানের থেকে অর্থব্যবস্থার বেশি চিন্তা ইমরান সরকারের, লক ডাউন না করার সিধান্ত পাকিস্তানের

বাংলাহান্ট ডেস্কঃ দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা সম্পন্ন পাকিস্তানের (Pakistan) উপর আরও একবার আঘাত পড়তে চলেছে। পাকিস্তান আরও একবার মুখ থুবড়ে পড়তে চলেছে। করোনা (COVID-19) পরিস্থিতিতে সমস্ত দেশ বৈদেশিক ব্যবসা বন্ধ রাখায় পাকিস্তান এখন অর্থসংকটে পড়েছে। পাক সরকার ইমরান খান প্রথম থেকে এই বিষয়ে প্রথমে কোন পদক্ষেপ গ্রহণ না করলেও, এখন তিনি এই সপ্তাহেই অর্থব্যবস্থা নিয়ে আলোচনায় বসবে।

Pak PM Imran Khan 696x392 1

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পাকিস্তান এখন যদি অন্যান্য দেশের মতো লকডাউনের সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁরা খাদ্যসংকটে ভুগবে। বেশিরভাগ মানুষ একসঙ্গে বেশি দিনের খাবার না জোগাড় করতে পারায়, সমস্যায় পড়বে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে ইমরান খান সরকার জানায় সরকার এখন অর্থসংকটে ভুগছে। যার ফলে ব্যবসা বাণিজ্য সংকটের মুখে পড়ছে।

সংকটজনক পরিস্থিতিতে পাকিস্তানে উৎপাদন ব্যবস্থা বন্ধের মুখে পড়েছে। কাপড়ের ব্যবসাও বন্ধ। করোনা ভাইরাসের জেরে এই সংকট দেখা দিয়েছে বলে জানায় তাঁরা। বৈদেশিক ব্যবসা বন্ধ থাকার ফলে সাহায্য না মেলায় বিভিন্ন বড় বড় কোম্পানিও দেউলিয়াও হয়ে যেতে পারে। একদিকে যেমন পাকিস্তানের অর্থ ব্যবস্থা ক্ষতির মুখে, তেমন অন্যদিকে করোনা ভাইরাস ভালো ভাবেই পাকিস্তানকে গ্রাস করে নিয়েছে। ক্রমশ বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। নাগরিকদের সুরক্ষার জন্য তাঁরা ইমরান খানের কাছে লকডাউনেরও আর্জি জানায়। কিন্তু ইমরান খান তা নাকচ করে দেয়। তিনি এই ভাইরাসকে হালকাভাবে নিচ্ছে। তার বক্তব্য, ‘এখন যদি আমরা লকডাউন ঘোষণা করে দি, তাহলে আমাদের অর্থ ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে’।

89335019 stock illustration piles of 3d rendering 3d illustration pakistan money

ইমরান খানের কথায় এটা তো পরিস্কার যে তিনি এই সমস্যাকে খুবই নগণ্য হিসাবে দেখছে। সমগ্র বিশ্বের দেশ যেখানে এই মহামারির হাত থেকে নিস্তার পাওয়ার রাস্তা খুঁজছে, সেই সময় ইমরান খান তার দেশের নাগরিকদের জীবন মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। করোনার থেকেও পাকিস্তানের কাছে এখন অর্থসংকটটাই বড়ো হয়ে দাঁড়িয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর