মাত্র ৯ দিন, তাতেই কেল্লাফতে! মদ বিক্রির আয়ের কাছে নস্যি চন্দ্রযান মিশনের খরচ

বাংলাহান্ট ডেস্ক : মদের (Liquor) মাধ্যমে সরকারের কোষাকারে মোটা পরিমাণ রাজস্ব আদায় হয়। আরো ভালোভাবে বলতে গেলে সরকারের আয়ের অন্যতম একটি প্রধান উৎস এই মদ। তবে কখনো শুনেছেন মাত্র ৯ দিনে মদ বিক্রি করে আয় হয়েছে ৬৬৫ কোটি টাকা? কি অবাক হয়ে গেলেন তো?

গত নয় দিনের মদ বিক্রি আয় পিছনে ফেলে দিয়েছে ইসরোর চন্দ্রযান তিনের অভিযানের বাজেটকেও। কেরলে বিপুল পরিমাণ মদের বিক্রির পেছনে রয়েছে ওনাম উৎসব। এই উৎসবের জন্য গত ৯ দিনে ব্যাপক হারে মদ বিক্রি হয়েছে কেরলে (Kerala)। তার থেকেই কেরল সরকারের কোষাগারে গিয়েছে মোটা টাকা। 

আরোও পড়ুন : পুজোর আগে ট্র্যাকে নামছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস! পুরী থেকে ছেড়ে এই ট্রেন কোন কোন স্টেশনে থামবে?

অন্যদিকে, দিল্লিতে প্রায় ৬১ কোটি মদের বোতল বিক্রি হয়েছে গত এক বছরে। দিল্লি সরকারও এর থেকে বিপুল পরিমাণ টাকা উপার্জন করেছে। প্রসঙ্গত, কেরল রাজ্যে ওনাম অন্যতম প্রধান একটি উৎসব। এই উৎসব কেরলে পালিত হয় ২০শে আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। উৎসব উপলক্ষে বহু মানুষ এই সময়টাতে মদ্যপান করেন। 

আরোও পড়ুন : ফের ছাত্র খুন? কসবার স্কুলের পড়ুয়ার মৃত্যুকে ঘিরে গুরুতর অভিযোগ পরিবারের

তবে এই উৎসবের সময় কেরলের যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তার হিসাব শুনলে অনেকেই থতমত খাচ্ছেন। আবগারি দপ্তর সূত্রে খবর, কেরল সরকার এই বছর ওনাম উৎসব উপলক্ষে মদ বিক্রি করে মোট আয় করেছে প্রায় ৭,২৮৫ কোটি টাকা। এরমধ্যে ৬৬৫ কোটি টাকা আয় হয়েছে উৎসব শুরুর প্রথম ৯ দিনে।

liquor shop

এই পরিমাণ টাকার মদ বিক্রি পিছনে ফেলে দিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থার চন্দ্রযান মিশনের বাজেটকেও। তবে উৎসবের দিনে কেরলে মদ বিক্রি নতুন কিছু নয়। গত বছর কেরলে ওনাম উৎসবের সময় বিক্রি হয়েছিল ৬২৪ কোটি টাকার মদ। গত এক বছরে ৬১ কোটি মদের বোতল বিক্রি হয়েছে দিল্লিতে। এর ফলে দিল্লি সরকারও আয় করেছে ৭,২৮৫ কোটি টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর