অশ্বিনের সাথে লাইভ চ্যাটে রোহিত জানালেন কীভাবে তিনি মুম্বাইয়ের অধিনায়ক হয়েছিলেন।

কেউ ভেবে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন দীনেশ কার্তিক। আবার অনেকেই ভেবেছিলেন এই দায়িত্ব তুলে দেওয়া হবে অন্য কোন ক্রিকেটারের হাতে। তবে প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং চেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হোক রোহিত শর্মার হাতে। আর রিকি পন্টিংয়ের জন্যই শেষ পর্যন্ত রোহিত শর্মার হাতে উঠে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব। রোহিত শর্মা হাত ধরেই চারবার আইপিএল ট্রফি জেতে মুম্বাইয় ইন্ডিয়ান্স।

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চ্যাটিং করার সময় রোহিত শর্মা জানালেন কি ভাবে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনাকত্বের দায়িত্ব পান। রোহিত বলেন মুম্বাই ইন্ডিয়ান্স 2013 সালের নিলামে রিকি পন্টিংকে দলে নেয়। সেই সময় পন্টিংয়ের সাথে অধিনায়কত্বের কোনো লড়াই ছিলনা আমার। অনেকেই ভেবেছিলেন দীনেশ কার্তিক হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। কিন্তু সেই সময় পন্টিং আমাকে ডেকে বলেছিলেন যে আমি চাই তুমি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হও এবং দলকে এগিয়ে নিয়ে যাও।

26544721986c72d782e64f7c740458c8036736c52644bdf8d036caa550deaa121671c3c24

আইপিএল চলাকালীন 2013 সালের মাঝামাঝি সময়ে অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেয় রিকি পন্টিং। সেই সাথে প্রথম একাদশ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। সেই সময়ে রিকি পন্টিংয়ের জন্যই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। আর সেই বছরই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন মুম্বাই ইন্ডিয়ানস। তারপর থেকে এখনো পর্যন্ত রোহিতের নেতৃত্বেই মোট চারবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর