চার বছরের রহস্য! রাজ্যের আরও একটি মামলায় CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : এক ইঞ্জিনিয়ারিং ছাত্র প্রায় বছর চারেক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাঁর। কোন পথ না পেয়ে ওই ছাত্রের পরিবার দ্বারস্থ হয়েছিল আদালতের। কলকাতা হাইকোর্ট সেই মামলায় এবার নির্দেশ দিল সিবিআই তদন্তের। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে। সম্পূর্ণ ঘটনা শোনার পর তিনি নির্দেশ দেন সিবিআই যেন এই মামলার তদন্তভার নেয়।

অন্যদিকে, বাংলাদেশের যোগ থাকার বিষয়ও সামনে আসছে এই ঘটনায়। বিচারপতির মতে, এই মামলা অন্য আর পাঁচটা নিখোঁজ মামলার মত নয়। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি পূর্বে এই মামলার তদন্ত করেছে। কিন্তু বিষয়টির সাথে বাংলাদেশের যোগ থাকায় মামলাটি অন্যরকম আকার ধারণ করেছে। তাই আজ বিচারপতি নির্দেশ দিয়েছেন সিআইডি যেন অতি দ্রুত মামলাটি সিবিআই এর হাতে হস্তান্তর করে।

ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন নিখোঁজ তৃষিত বিশ্বাস। ২০১৯ সালে নভেম্বর মাসে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় নিউ আলিপুর থানায়। অভিযোগ ওঠে পুলিশ জেনারেল ডায়েরি করলেও, এফ আই আর করেনি। এরপর কলকাতা পুলিশ ঘটনার প্রায় আট মাস পর এফ আই আর করে তদন্ত শুরু করে। এক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও জামিন পেয়ে যান তিনি। মামলাটি ক্লোজ করে দেয় পুলিশ।

MISSING

এরপর নিখোঁজ ছাত্রের বাবা হেবিয়াস কর্পাস মামলা করেন কলকাতা হাইকোর্টে। এরপর সিআইডি তদন্ত করলেও কোন সুরাহা করতে পারেনি। এরপর সন্ধান করে পাওয়া যায় এই মামলার সাথে যোগ রয়েছে তৃষিতের পরিবারকে বাংলাদেশ থেকে করা একটি ফোন কলের। সেই ফোন কলের খোঁজ করেও কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে আজ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর