বাংলা হান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। বেজে উঠেছে দামামা। শাসকদল, বিরোধী সকলেই নিজ নিজ রণনীতি সাজানোতে ব্যস্ত। তারমাঝেই ব্যাপক পরিবর্তন করা হল তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনে। একাধিক সাংগঠনিক জেলায় বদলানো হল তৃণমূলের (TMC) চেয়ারপারসন। তারপর থেকেই বঙ্গমানসের প্রশ্ন, বীরভূম (Birbhum) জেলা তাহলে কে সামলাবেন? কারণ উক্ত জেলার চেয়ারপারসন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তো এখন তিহাড় জেলে বন্দি।
উল্লেখ্য, এই মুহূর্তে বীরভূমের চেয়ারম্যান পদ সামলাচ্ছেন আশিস বন্দোপাধ্যায়। সমস্ত দায়ভার তিনিই গ্রহণ করেছেন। কিন্তু এখানে সভাপতির পদ এখনও ফাঁকা। সেখানে জেলা সভাপতির পাশে লেখা রয়েছে ‘কোর কমিটি টু কমিটি’। অর্থাৎ কোর কমিটির ওপর সমস্ত সিদ্ধান্তর দায় বর্তাবে।
এদিকে কোর কমিটির দায়িত্বে রয়েছেন কাজল শেখ। যা থেকে এটা বেশ স্পষ্ট যে, অনুব্রতর অনুপস্থিতিতে তার পদোন্নতি ঘটছে। গোটা বীরভূম জেলা সামলাচ্ছেন কাজল শেখ। এমনকি জেলার বহু নেতা মেনেও নিয়েছেন কাজল শেখের আধিপত্য।
আরও পড়ুন : পাড়ার কালীপুজোয় এ কোন অরিজিৎ! খালি পা-সবুজ পাঞ্জাবিতে গায়ককে দেখে অবাক ভক্তরা
এর আগে গত ২০২২ সালে চেয়ারম্যানের তালিকায় নাম ছিল অনুব্রত মণ্ডলের। এমতাবস্থায় তার নামের পরিবর্তে অন্য কোনো নাম থাকলে জেলে বসে ভারী কষ্ট হতে পারে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর। যদি চেয়ারম্যান পর ফাঁকা থাকে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকবে জেলার কোর কমিটি।
আরও পড়ুন : স্বাধীনতার পর প্রথম জ্বলল দীপাবলির প্রদীপ! ৭৫ বছর পর আলোর উৎসবে মাতল কাশ্মীরের এই মন্দির
অন্যদিকে BJP কে বীরভূম দখল করতে চায় সেরা স্পষ্ট হয়ে ওঠেছে। দুর্গাপুজোর আগে অমিত শাহকে নিয়ে এসে সেই ইঙ্গিত দিয়েছে তারা। অন্যদিকে লোকসভা ভোটে নিজেদের আরো স্পষ্ট অবস্থানে নিয়ে যেতে অনেকটা আগের থেকেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। সংগঠনের ভিত শক্ত করতে এখন ভরসা কোর কমিটি।