‘ড্রিম কাম ট্রু’! লালকেল্লায় জাতীয় পতাকা তুলছেন মমতা, পাশে দাঁড়িয়ে অভিষেক, কোথায় জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! দিল্লি দখলের লড়াইয়ের আগে হাতে মাত্র কিছুদিন। ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তুঙ্গে প্রস্তুতি। একদিকে এনডিএ (NDA) অন্যদিকে ইন্ডিয়া (INDIA)। এনডিএর প্রধান মুখ নিঃসন্দেহে নরেন্দ্র মোদী। তবে বিরোধী মহাজোট ইন্ডিয়ার প্রধান মুখ কে হবে তা অবশ্য ঠিক হয়নি। তবে তৃণমূল কিন্তু প্রধানমন্ত্রী (Prime Minister) রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) মনে-প্রাণে দেখতে চায়। আর এবার সেই ইচ্ছেই হল পূরণ।

লোকসভা ভোটের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও তার আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে দেখা গেল বর্ধমানে। দেখা যাচ্ছে লালকেল্লায় জাতীয় পতাকা তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাশে দাঁড়িয়ে অভিষেক। পেছনে বড় হলফে লেখা ‘I.N.D.I.A. 2024’.

ভাবছেন কোথায় এই দৃশ্য? তাহলে শুনুন বর্ধমানে এক কালীপুজোর থিমে ফুটিয়ে তোলা হল এই রকমই এক দৃশ্য। যা দেখে রীতিমতো খুশিতে আত্মহারা তৃণমূল কর্মীরা। বর্ধমানের (Bardhaman Kali Pujo Theme) মেহেদিবাগান বারোয়ারি সর্বজনীন শ্যামাপুজো কমিটি দিল্লির লালকেল্লার আদলে গড়ে তুলেছে নিজেদের কালীপুজোর মণ্ডপ।

আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের ঘটনায় অগ্নিগর্ভ জয়নগর! পাল্টা ‘খুনি’কে পিটিয়ে মারল জনতা, জ্বলছে বাড়ির পর বাড়ি

জানা যাচ্ছে প্রায় ১২ লক্ষ টাকা বাজেটের এই পুজো। আর যা দেখতে ভীড় জমাচ্ছে দূরদূরান্ত থেকে বহু মানুষ। সাধারণত লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। এবার সেই জায়গায় মমতাকে বসিয়ে কী লোকসভা ভোটের আগে প্রতিটা তৃণমূল কর্মীর মনের সুপ্ত স্বপ্নটাকেই আরও কিছুটা চাঙ্গা করে তোলা হল! এমনটাই কিন্তু মনে করছেন অনেকে।

theme

একদিকে লোকসভা ভোট যেখানে দোরগোড়ায় সেখানে এই থিম অবশ্যই চর্চায় জায়গা করে নিয়েছে। থিম বিষয়ে পুজো উদ্যোক্তারা সংবাদমাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকারের একের পর এক জনবিরোধী নীতি সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে তারা। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে এই পীড়নের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তবে আর নয়। এবার ২০২৪ সালে দিল্লিতে ক্ষমতা দখল করবেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের একটাই ইচ্ছে দিদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসুন। এই লালকেল্লার থিমের মাধ্যমে সেই কথাই ফুটিয়ে তোলা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর