বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (mahua moitra)। ভোট বাজারে নিজেদের জায়গা শক্ত করতে এক দল অন্য দলের সুক্ষ্মতম খুঁত খুঁজতেও উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় বিজেপিকে ধর্মীয় ইঙ্গিতে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সম্প্রতি ‘অ্যা স্যুটেবল বয়’ নামক নেটফ্লিস্কের একটি ওয়েব সিরিজের দৃশ্য নয়ে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অভিযোগ উঠেছে। ছবির সেই বিতর্কিত দৃশ্যে দেখা যায়, মন্দিরের মধ্যে ঘনিষ্ট অবস্থায় চুমু খাচ্ছেন দুই তরুণ তরুণী। ওয়েব সিরিজের এই দৃশ্য দেখে হিন্দুত্ববাদীরা তেলে বেগুনে জ্বলে ওঠেন। সেই কারণে আবার মধ্যপ্রদেশের শিবরাজ সরকার নেটফ্লিক্সের ‘অ্যা স্যুটেবল বয়’ ওয়েব সিরিজটি প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেয়। তারপর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।
https://twitter.com/MahuaMoitra/status/1331800380443791365
এই ঘটনায় মধ্যপ্রদেশের খাজুরহের একটি দেওয়ালের পুরনো ভাস্কর্য্য টেনে এনে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই ভাস্কর্য্যের একটি অংশের ছবি ট্যুইট করে তিনি লেখেন, ‘ওয়েব সিরিজের ওই দৃশ্যের জন্য প্রশাসনকে নেটফ্লিস্ক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশ সরকার। ভাবাবেগে আঘাত লাগার মত কিছু থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। রাজ্যের রাজধানী থেকে ৩০০ কিমি দূরে এই খাজুরহের মন্দিরে তাহলে এগুলো কি?’
বঙ্গ রাজনীতিতে একদিকে যখন গদি দখলের লড়াই চলছে, তখন অন্যদিকে শাসক দলের সাংসদের এই আক্রমণ বেশ জোরালো আকার ধারণ করেছে। খাজুরহের দেওয়ালের এই ভাস্কর্য্যের দিকে অনেকেই আঙ্গুল তুললেও, এবার বিরোধীদের খোঁচা দিতে গিয়ে এই মন্দিরের সংস্কৃতিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সাংসদ।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা