পদ্মা সেতুর উপর ট্রেন চালিয়ে নজির গড়ল বাংলাদেশ! ট্র্যাকে নেমেই কত সময় লাগল, দেখুন

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) অর্থনীতির চেহারা বেশ খানিকটা বদলে দিয়েছে পদ্মা সেতু। বর্তমানে পদ্মা সেতুকে নিয়ে বাংলাদেশীদের গর্বের শেষ নেই। সম্পূর্ণ দেশের টাকায় তৈরি পদ্মা সেতু বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। এই সেতুর উপর দিয়ে প্রথমবারের জন্য গাড়ি চলে ২০২২ সালের ২৫ জুন।

এই সেতু শুরু হওয়ার পর টোল ট্যাক্স থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসতে থাকে বাংলাদেশ সরকারের ভাঁড়ারে। গাড়ি তো চলল, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে কবে ছুটবে ট্রেন? এই নিয়ে কৌতূহল প্রথম থেকেই ছিল সবার মনে। পদ্মা সেতু এমন ভাবে নির্মাণ করা হয়েছে যার উপর দিয়ে ট্রেন ও যানবাহন দুটোই চলাচল করবে।

আরোও পড়ুন : দুর্দান্ত প্রকল্প আনছে রাজ্য সরকার! কেউ পাবেন ২ লাখ আবার কারোর জন্য ১ লাখ, জানুন বিস্তারিত

পদ্মা সেতু দিয়ে যাতে দ্রুত ট্রেন চালানো যায় তার কাজও চালানো হয়েছে জোর কদমে। কাজ সম্পন্ন হওয়ার পর প্রথমবারের জন্য পদ্মা সেতুর উপর ট্রেন ছুটল বৃহস্পতিবার। তবে এই পরিষেবা বাণিজ্যিকভাবে এখনো আরম্ভ করা হয়নি। বাংলাদেশ রেল সূত্রে খবর, পদ্মা সেতুর উপর দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে আগামী মাসে।

আরোও পড়ুন : মাত্র ২০ টাকা খরচ করেই পান ২ লক্ষ টাকার সুবিধা! কেন্দ্রের এই প্রকল্পে বিনিয়োগ করলেই চিন্তা শেষ

বৃহস্পতিবার একটি ট্রেন পদ্মা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় মন্ত্রী, সাংসদ, বিশিষ্ট অতিথি এবং সাংবাদিকদের নিয়ে। পরীক্ষামূলক এই সফরে বৃহস্পতিবার সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত এই ট্রেন পদ্মা সেতুর উপর দিয়ে অগ্রসর হয়। এই ট্রেনটি আজ মাত্র ৮ মিনিটে পদ্মা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়।

padma bridge

গতকাল সকাল ১০:০৭ মিনিটে বিশিষ্ট অতিথিদের নিয়ে এই ট্রেনটি যাত্রা শুরু করে কমলাপুর স্টেশন থেকে। বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, চিফ হুইপ লিটন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান, জল সম্মদ উপমন্ত্রী এনামুল হক শামিম সহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এই ট্রেনে। ৮২ কিলোমিটার দূরের ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে এই ট্রেনটি যাত্রা শেষ করে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর