আগের থেকে পরিকল্পনা করেই দুর্গাপূজোয় হামলা করা হয়েছে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশের (bangladesh) দুর্গা মন্ডপে হিংসার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। এই হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে ব্যাখ্যা করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Asaduzzaman Khan)। তাঁর কথায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে।

দুর্গা পুজোর মধ্যেই বাংলাদেশে একাধিক জায়গায় হামলা চলতে দেখা যায়। কোথাও হামলা করে ভেঙে দেওয়া হয় প্রতিমা, আবার কোথাও আঘাত হানা হয় প্যান্ডেলে। এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতও। তবে দেশের এই ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ ঘটনা বলেই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ধারণা করা হচ্ছে, এইসব ঘটনার পেছনে জামাত-ই-ইসলামির হাত রয়েছে।

image 125266 1594380496bdjournal

কোরান অবমাননা অভিযোগে বাংলাদেশের কুমিল্লায় প্রতিমা ভাঙার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে শতাধিক ব্যক্তি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এই বিষয়ে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘পবিত্র কোরান অবমাননার অভিযোগে কুমিল্লায় হিন্দুদের উপর যে হামলা করা হয়, তা পূর্বপরিকল্পিত ছিল। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল মূল লক্ষ্য’।

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের নিরাপত্তা বাহিনী ধৈর্য ধরে কাজ করে চলেছে। সাম্প্রদায়িক শান্তি নষ্ট করতে চেয়েছেন যারা, তাঁদের ছেড়ে দেওয়া হবে না। প্রমাণ পেলেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কুমিল্লা ছাড়াও এর আগে রামু এবং নাসিরনগরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে এসেছে। আমাদের ধারণা কোন বিশেষ গোষ্ঠীর কাজ এটা’।

প্রসঙ্গত, বাংলাদেশের এই ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছে বাংলার বিজেপি শিবিরও। বিরোধী দলনেতা ইতিমধ্যেই এই বিষয়ে একটি খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি বিধায়কদের একটি টিম সেখানে পাঠানোর তোরজোড়ও চলছে।

Smita Hari

সম্পর্কিত খবর