বাংলাহান্ট ডেস্ক : একি অবস্থা মাধ্যমিকের পরীক্ষার্থীদের? পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যাই বেশি! মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। সাংবাদিক সম্মেলন করে রবিবার শিক্ষামন্ত্রী সবটাই জানিয়েছেন। কিন্তু তার মধ্যে ৫১ টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে (Madhyamik Pariksha) একেবারে ফেল করেছে। তবে এই অবস্থা পশ্চিমবঙ্গের নয় বরং বাংলাদেশের। এমন ফলাফল দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগাড় সকলের।
বাংলাদেশের (Bangladesh) মোট ৩৭৯৯ কেন্দ্র এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ২৯৬৮ টি পরীক্ষা কেন্দ্রের সব পরীক্ষার্থীরা কৃতকার্য হয়েছেন। ২৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এক শতাংশ পাস করেছে। বাংলাদেশে গত ১৫ ফেব্রুয়ারি একসঙ্গেই এসএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১২ ই মার্চ শেষ হয়েছে লিখিত পরীক্ষা। ১৩ই মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা।
আরোও পড়ুন : এক্কেবারে বাবার কপি! প্রকাশ্যে এল নুসরত পুত্রের ছবি, প্রথমবার ঈশানকে দেখেই চর্চা শুরু নেটপাড়ায়
সব মিলিয়ে ১১ টি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছিলেন ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী। ১ লাখ ২৬ হাজার ৩৭৩ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এই সকল পরীক্ষার ফলাফল বলছে, ঢাকাবোর্ডে পাসের হার ৮৩.৯২ শতাংশ। বরিশালে ৮৯.১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২.৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯.২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮.৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯.২৬ শতাংশ, সিলেটে ৭৩.৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪. ৯৭ শতাংশ ও যশোরে ৯২.৩২ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের কৃতকার্যের হার ৭৯.৬৬ শতাংশ।