ইউসুফ পাঠান প্রার্থী হতেই বড় ঝটকা! অধীরের হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী-সমর্থক

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট। এই আবহে রবিবার ব্রিগেড সমাবেশ থেকে ২০২৪ লোকসভা ভোটের (Loksabha Vote) প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর ৪২ জনের সেই তালিকার মধ্যেই সব চাইতে বড় চমক ইউসুফ পাঠান (Yusuf Pathan)। আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন তিনি।

বড় পাঠানের নাম সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) মুখোমুখি হতে পারেন ইউসুফ। একদিকে যখন তারকা মুখ ইউসুফকে নিয়ে হই-হট্টগোল সেই সময়ই বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রসে। বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ইউসুফকে পছন্দ হয়নি। তাই শতাধিক তৃণমূল কর্মী ক্ষোভে দল ছাড়লেন।

সোমবার দুপুরে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা সকলেই কংগ্রেসে যোগদান করেছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর কাছ থেকে তারা হাত পতাকা হাতে তুলে নেন। বহরমপুর জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

যোগদান সভা থেকে এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পরও তৃণমূল কর্মীরা দল ছেড়ে কংগ্রেসে আসছেন এটাই আমাদের কাছে বড় পাওনা।” তৃণমূল তরফে প্রার্থী হিসেবে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফের নাম ঘোষণা হতেই মনে করা হচ্ছিল, অবশেষে এবার হয়তো গড় হাতছাড়া হতে পারে অধীরের। তবে এখানে দেখা গেল একেবারে উল্টো ঘটনা ঘটছে।

"tmc supports join the Congress in groups," Adhir Chowdhury

আরও পড়ুন: আদৌ খেলা হবে? দেবাংশু তমলুকে প্রার্থী হতেই TMC ছেড়ে BJP-তে কয়েকশো সংখ্যালঘু পরিবার

সদ্য কংগ্রেসে যোগ দিয়ে এক তৃণমূল কর্মী বলেন, “আমি আগে তৃণমূল করতাম। বহরমপুরে এমন একজনকে প্রার্থী করা হল যাকে ভোট দিলে তৃণমূল পাশ করবে না। উল্টে বিজেপি জিতবে। তাই কাছের মানুষ, কাজের মানুষ অধীর চৌধুরীর দলে যোগদান করলাম। প্রয়োজনে, দরকারে ওনাকে সব সময় পাশে পাব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর