বাংলাহান্ট ডেস্কঃ দিনক্ষণ স্থির হয়েছে গেছে উপনির্বাচনের। আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের দিন স্থির হয়েছে। ইতিমধ্যেই আজ থেকে প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই সঙ্গে প্রচারে নেমে সুর চড়াতেও শুরু করেছেন কেন্দ্রের বিরুদ্ধে।
তবে মুখ্যমন্ত্রী প্রচার শুরু করলেও, ওই কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থীর নাম স্থির করেনি গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, ওই কেন্দ্রে কেউই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যোগ্য প্রার্থী পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে ৬ জনের নাম তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শোনা যাচ্ছে তার মধ্যে থেকেই একটি নাম বেছে আজই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।
সেই তালিকায় রয়েছে বিশ্বজিৎ সরকার, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থী রুদ্রনীল ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালরা।
এই তালিকায় নাম থাকা বিশ্বজিৎ সরকার হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। যার কারণে অন্যান্য প্রার্থীদের মত বিশ্বজিৎ সরকারের দিকেও পাল্লা কিছুটা ভারী রয়েছে। এই উপনির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে তিনিও সামিল রয়েছেন।
তবে প্রথমে থেকে প্রার্থী দেওয়ার বিষয়ে নারাজ থাকলেও, শেষের দিকে মত দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। সেইমত হাইকমান্ড অর্থাৎ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দেন, এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস।
জোট সঙ্গী কংগ্রেস প্রার্থী না দিলেও, ভবানীপুরে প্রার্থী দিচ্ছে সিপিএম। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাসকেই মমতার বিরুদ্ধে দাঁড় করাবে বামেরা, এমনটাই খবর।