জীবনে উন্নতি হবে তড়তড়িয়ে, সঙ্গে রাখুন এই বন্ধুদের! জানাচ্ছেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন একজন মহান পন্ডিত। তিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন। চাণক্যকে কৌটিল্য নামেও ডাকা হয়। তিনি একটি নীতিশাস্ত্র রচনা করেছিলেন, যা চাণক্য নীতি (Chanakya Niti) নামে পরিচিত। মূলত জীবনের সঙ্গে মিশে রয়েছে এমন সব বিষয়গুলি তাঁর লেখা এই বইয়ে তুলে ধরেছেন চাণক্য।

চাণক্য নীতিতে (Chanakya Niti) বন্ধুযোগ

চাণক্য নীতিতে (Chanakya Niti) এমন সব মানুষদের নিয়েও লেখা রয়েছে, যাদের সংসর্গ কখনো ত্যাগ করা উচিত নয়। আমরা প্রতিদিন বহু মানুষের সঙ্গে পরিচয় করি। তাদের মধ্যে কেউ কেউ আমাদের হৃদয়ের খুব কাছের মানুষ হয়ে ওঠেন। কিংবা তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি। এবার জেনে নেওয়া যাক, কোন বন্ধুদের সংসর্গ কখনোই আমাদের ত্যাগ করা উচিত নয়।

আরোও পড়ুন : হয়ে গেল বিরাট ঘোষণা, DA নিয়ে মন খারাপের মাঝেই ১৩ ভাতা বাড়ছে সরকারি কর্মীদের

চাণক্য নীতি (Chanakya Niti) বলে, মানুষের সামনে স্পষ্ট ভাবে নিজের মতামত প্রকাশ করতে পারা ব্যক্তি কখনো কাউকে ধোঁকা দিতে পারে না বা ঠকাতে পারে না। এইসব মানুষেরা মনের দিক থেকেই পবিত্র হন। তাই পারলে এই ধরনের লোকেদের সঙ্গেই বন্ধুত্ব করে চলুন। লোকে কি বলছে সেই নিয়ে যদি কোন ব্যক্তি খুব একটা উদ্বিগ্ন না হন, তবে তারা মনের দিক থেকে পরিষ্কার বলে মনে করা হয়। এইসব মানুষরা জীবনে কিছু অর্জন করতে চান।

18 06 2023 chanakya niti tips 1 23444961

তাই তাদের বিশ্বাস করা যায়। চাণক্য তার নীতি শাস্ত্রে বলেছেন, যেসব মানুষদের কোন ধরনের লোভ নেই, তাদের চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায়। যাদের কোন কিছুর প্রতি কোন লোভ নেই, তারা কাউকে ঠকাতে পারেন না। যান এমন মানুষদের বন্ধু হিসেবে রাখা উচিত। যে সকল মানুষেরা জীবনের নিঃস্বার্থভাবে কাজ করে চলেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। এই ধরনের মানুষরা কারোর কোন ক্ষতি করতে পারেন না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর