পাঁচ হাজার করে টাকা যেত! ED অফিসে ঢোকার আগে মানিকের হাটে হাঁড়ি ভাঙলেন তাপস মণ্ডল

বাংলা হান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে মুখ খুলে তাপস মণ্ডল সরাসরিই নাম নিলেন মানিক ভট্টাচার্য-এর। ইডি অফিসে ঢোকার আগে তিনি বলেন, “কার কাছে যেত এতগুলো টাকা?” তিনি জবাব দেন, মানিক বাবুই লোক পাঠাতেন, তাঁর কাছেই যেত টাকা। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ইডি ডেকে পাঠানোয় তিনি এদিন দুপুর প্রায় পৌনে ১২টা নাগাদ কলকাতার ইডি অফিসে উপস্থিত হন। অফিসে জিজ্ঞাসাবাদ চলাকালীনই তিনি এই চাঞ্চল্যকর মন্তব্যটি করে বসেন।

সংবাদমাধ্যমে তাপসবাবু জানান, অফলাইনে ভর্তির জন্য যেগুলি বলেছিলেন, সেগুলি তিনি এখন দিতে যাচ্ছেন। এমনকি তাঁকে যখন জিজ্ঞেস করা হয় অফলাইনে ভর্তির টাকা মহিষবাথানে মানিক ভট্টাচার্যকে পাঠানো হয়েছে কিনা। তিনি সোজাসুজি জবাব দেন, সেখান থেকে লোক পাঠানো হয়েছিল। তাঁর স্টাফরাও নাকি তাই বলছে যে তাঁদের অফিস থেকেই সব রকম ফাইল আর টাকা পাঠানো হতো।

তাঁকে যখন প্রশ্ন করা হয়, কার কাছে যেত সেই টাকাগুলি, তিনি বলেন মানিকবাবুই লোক পাঠাতেন। মানিকবাবুর কাছেই হয়তো টাকাগুলি যেত। সাংবাদিকদের কাছে তাপস বাবু স্বীকার করেন যে অফলাইনে ৫ হাজার টাকা করে ফি দিতেই হতো। মানিক ভট্টাচার্যের সাথে তাপস মণ্ডলের যে যোগাযোগ ছিল সেটা সংবাদমাধ্যম আগেই প্রকাশ করেছিল, এখন অফলাইন ফি হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়ার ব্যাপারটাও জানা গেলো।

Tapas

উল্লেখযোগ্য খবর এই যে, রাজ্যের সমস্ত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে অনলাইন ফি নেওয়া হতো। অনলাইনে ভর্তির প্রক্রিয়া শেষ হলে অফলাইনে যে সিটগুলি খালি থাকতো সেগুলি ভর্তির জন্য এই টাকা নেওয়া হতো। অফলাইনে ভর্তির টাকা নিয়ে ইডির সামনে তাপস মণ্ডল এই ভয়ঙ্কর মন্তব্য করায় চারিদিকে হাঙ্গামার সৃস্টি হয়েছে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর