নিজের প্রিয় ইডেনে শতরান করে জাতীয় T-20 দলে সুযোগ পাওয়ার আনন্দ উদযাপন করলেন গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুখবর উদযাপন করলেন শতরানের মাধ্যমে। সংক্ষিপ্ততম ফরম্যাটে শুভমান গিলের প্রথম শতরান করার জন্য এর চেয়ে ভালো সময়ে আর হতে পারত না। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন ওডিআই ফরম্যাটে ভালো ছন্দ দেখিয়ে। আর সেই সুখবর পাওয়ার পরের দিনই ইডেন গার্ডেন্সে কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের হয়ে ৫৫ বলে ১২৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি।

মঙ্গলবার তার ১১টি চার এবং ৯টি ছক্কা সহ করা ওই দুরন্ত শতরান কর্ণাটককে ছিটকে দিয়ে পাঞ্জাবকে ৯ রানে জিততে করেছিল। এই ইনিংসের আগেই অনেকে বলেছিলেন যে এবার গিলের ভারতের টি-টোয়েন্টি দলে তরুণ এই ওপেনারকে জায়গা দেওয়ার সময় এসে গিয়েছে। তাদের সেই বক্তব্যের পাশাপাশি সত্যি সত্যি ভারতীয় দলে ডাক পাওয়া তারভালো পারফর্ম করার অনুপ্রেরণাকে বাড়িয়ে দিয়েছে।

এই কথা নিজেই শিকার করেছেন পাঞ্জাবের তরুণ ক্রিকেটার। তিনি বলেছেন, “বিসিসিআই টুইট করার আগে আমি নিজেও ভাবতে পারিনি যে সুযোগ পাবো। তাদের অফিসিয়াল ঘোষণা থেকেই আমি টি-টোয়েন্টি স্কোয়াডে আমার নির্বাচনের বিষয়ে জানতে পেরেছি। আপনি যখন ভারতীয় দলে থাকেন, সেটা যে কোনও ফরম্যাটেই হোক না কেন, সেটা সনসময় আপনাকে ভালো খেলার অনুপ্রেরণা জোগায়।

ইডেন গার্ডেন্সে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে নেমেছেন তিনি। তাই এই মাঠে ব্যাট করার সময় গিল অনুভব করেন যে নিজের মাটিতেই ব্যাট করছেন। কেকেআরের হয়ে খেলা এবং তারপর দল ছেড়ে গুজরাটে যাওয়া প্রসঙ্গে গিল বলেছেন, “আমার কখনই কেকেআর ছাড়ার এমন কোনও পরিকল্পনা ছিল না। পরিস্থিতি যাই হোক না কেন, কেকেআর আমাকে ধরে রাখেনি। তবে, আমি গুজরাট টাইটান্সে ভালো পারফরম্যান্স করেছি এবং আইপিএল জিতেছি।

ভবিষ্যতে তিনি কি ফের কেকেআরের জার্সিতে ফিরবেন? এই নিয়ে অবশ্য সরাসরি কোনও জবাব দেননি গিল। আপাতত তার প্রথম লক্ষ্য দেশের জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর