দশম শ্রেণির পরীক্ষায় ৬ বিষয়ে ফেল! ইন্টারনেটের সাহায্যে ৩৫ টি প্লেনের মডেল বানালো কিশোর

বাংলা হান্ট ডেস্ক: পরীক্ষায় ব্যর্থ হলেই যে জীবনযুদ্ধে পিছিয়ে পড়তে হয় এমনটা কিন্তু নয়। এমন অনেক প্রমাণ আমরা আগেও পেয়েছি। এমনকি, অনেকেই প্রথাগতভাবে স্কুলের গণ্ডি সঠিকভাবে পেরোতে না পারলেও সঠিক জেদ এবং পরিশ্রমের ওপর ভর করে নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হয়ে ওঠেন। পাশাপাশি, তাঁরা সকলের কাছে এক দৃষ্টান্তও স্থাপন করে ফেলেন।

এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে এমন এক কিশোরের প্রসঙ্গ উপস্থাপিত করব যে রাতারাতি উঠে এসেছে খবরের শিরোনামে। এমনকি, তার অভিনব কাজের প্রসঙ্গ ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতেও (Social Media)। মূলত, আমরা গুজরাটের (Gujrat) ভাদোদরার প্রিন্স পাঞ্চালের (Prince Panchal) কথা আপনাদের জানাবো।

যে দশম শ্রেণির পরীক্ষায় একইসাথে ৬ টি বিষয়ে ফেল করলেও বর্তমানে সে সবাইকে অবাক করে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রিন্স ইতিমধ্যেই ৩৫ টি হালকা দেশীয় বিমানের মডেল তৈরি করে ফেলেছে। উল্লেখ্য যে, মাত্র ১৭ বছর বয়সী প্রিন্স ব্যানার এবং হোর্ডিংয়ে ব্যবহৃত ফ্লেক্স থেকে এই মডেলগুলি তৈরি করেছে। শুধু তাই নয়, টেক অফে সক্ষম এই বিমানগুলি রিমোট দ্বারাও নিয়ন্ত্রণ করা যায়।

ইন্টারনেট থেকে পেয়েছে সাহায্য: এই প্রসঙ্গে এএনআই-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, প্রিন্স দশম শ্রেণিতে ৬ টি বিষয়ে ফেল করেছিল। যার কারণে সে বাড়িতেই বসে থাকত। সেইসময়ে তার দাদু তাকে নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা দেন। এমতাবস্থায়, দাদুর পরামর্শ প্রিন্সকে প্রভাবিত করে। তারপরেই সে ইন্টারনেটের মাধ্যমে এই মডেল প্লেন তৈরি করতে শুরু করে। প্রিন্স জানিয়েছে, হোর্ডিংয়ের ফ্লেক্স দেখে সে এইভাবে বিমান তৈরির ধারণা পায়।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই কিশোর “প্রিন্স পাঞ্চাল মেকার” নামে নিজের একটি ইউটিউব চ্যানেলও তৈরি করেছে। তবে, বর্তমানে প্রিন্স দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়। এই প্রসঙ্গে এএনআই-এর সাথে কথোপকথনে সে জানিয়েছে, “আমি আমার পড়াশোনা শেষ করতে চাই। সমস্যা হল যখনই আমি পড়তে বসি, তখনই পুরো বিষয়টিকে বোঝার মত মনে হয়।” যদিও, প্রিন্সের এহেন কৃতিত্বের প্রসঙ্গ প্ৰকাশ পেতেই তার ভূয়সী প্রশংসা করছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর