বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাসপুরের সমবায়ে জয় তৃণমূলের! ভোটে লড়ার প্রার্থীই পেল না বাম-বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যের শাসক দল তৃণমূল জয় লাভ করল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) সেকেন্দারি সমবায় সমিতিতে। সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল জয় লাভ করে। সমবায় সমিতির এই নির্বাচনে সিপিএম (CPI(M)) ও বিজেপি প্রার্থী দিতে পারেনি। এরফলে গ্রামীণ এলাকায় বাম ও বিজেপির রুগ্ন চেহারাই সামনে আসছে।

নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনে তৃণমূল ছাড়া আর অন্য কোনও দল মনোনয়ন জমা দেয়নি। স্থানীয় সিপিএম নেতা গণেশ সামন্ত বলেছেন, ১৫ টি মনোনয়নপত্র তোলা হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তা জমা দেওয়া হয়নি। স্থানীয় অনেকে মনে করছেন, হতে পারে সিপিএম কাউকে প্রার্থী করানোর ব্যাপারে রাজিই করাতে পারেনি।

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতারা দাবি করছেন, মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার ব্যাপারে তারা কিছুই জানতেন না। সবটাই হয়েছে আড়ালে। তবে অধিকাংশ মানুষ বলছেন, বিরোধীদলের এইসব যুক্তি একদমই মানা যায় না। গ্রামীন এলাকায় বিরোধীরা যে রীতিমতো শক্তিহীন এই ঘটনা তা আবার প্রমাণ করে দিল।

যদিও অন্যদিকে, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ, হুগলি-র একাধিক সমবায় সমিতির নির্বাচনে সম্প্রতি হারতে হয়েছে তৃণমূলকে (Trinamool Congress)। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই সমবায় নির্বাচনে জয়লাভ নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে রাজ্যের শাসক দলকে।

Daspur

তবে অন্যদিকে বিরোধীরা অভিযোগ আনছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয় বিরোধীরা প্রার্থী দিতে পারছে না। অনেকে এমন আছেন যে তৃণমূলের ভয়ে প্রার্থী হতে চাইছেন না। এইরকম অভিযোগ আগেও বহুবার উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিভিন্ন গ্রামীন এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় লাভ করার পর বিরোধীরা দাবি করেছে যে শাসকদলের হুমকির ফলে অনেকেই প্রার্থী হতে রাজি হচ্ছেন না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর