বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের হাজার হাজার যুবক যুবতী চাকরির আশায় পা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতির ফাঁদে। কিন্তু এবার চাকরি দিতে না পেরে চাকরিপ্রার্থীদের থেকে তোলা টাকা ফেরত দিলেন আরামবাগের (Arambagh) যুবক। চাকরি না পাওয়ার পরেও নিজেদের টাকা ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রার্থীরা। আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরে ঘটেছে এই ঘটনা।
এই এলাকার বাসিন্দা অভিজিৎ হাজরা আরামবাগ মেডিকেল কলেজে চাকরি দেওয়ার নাম করে বহু যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না পেয়ে এরপর সেই সকল চাকরি প্রার্থীরা গত ১০ ই এপ্রিল বিক্ষোভ দেখান অভিজিৎ হাজরার বাড়ির সামনে। সেই সময় চাকরিপ্রার্থীদের অভিজিৎ বাবু আশ্বাস দেন যে তাদের টাকা তিনি ফেরত দিয়ে দেবেন।
কারণ প্রতারণার শিকার হয়েছেন তিনিও।আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারীর ভাগনা অভিজিৎ হাজরা। এই ব্যাপারে অভিজিৎ জানিয়েছেন, পৌর প্রধান সমীর ভান্ডারীর সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এক ব্যক্তির দ্বারা অভিজিৎও প্রতারিত হয়েছেন। ১২-১৩ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি। নিজেদের জমি বিক্রি করে তাই এই টাকা ফেরত দিচ্ছেন অভিজিৎ।
গত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পর্ষদ আধিকারিকরা। অভিযোগ রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী প্রতারিত হয়েছেন তৃণমূলের বহু নেতা-মন্ত্রীদের দ্বারা। কিন্তু এই আবহে চাকরিপ্রার্থীদের থেকে তোলা টাকা আবার তাদেরই ফেরত দিয়ে যেন নজির সৃষ্টি করলেন আরামবাগের অভিজিৎ হাজরা।