বাংলাহান্ট ডেস্ক : রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় রেশন দোকান থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না।
রেশন কার্ডগুলি (Ration Card) বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। সেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সামগ্রী পরিবর্তন হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে কোন কোন ক্যাটেগরিতে কী ধরনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে।
গ্রাহকদের সুবিধার্থে এখন রাজ্য সরকার আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের পরিমাণ জানিয়ে দেয়। উপভোক্তা হিসেবে আপনাদেরও আগে থেকে এই পরিমাণ জেনে নেওয়া উচিত। এরফলে আপনি আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না।
অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY): এই ক্যাটাগরির কার্ড হোল্ডাররা পরিবার কিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম পাবেন। এক কেজি চিনি দেওয়া হবে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে। এছাড়াও দেওয়া হবে একুশ কেজি চাল।
অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH): এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে পরিবারে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম দেওয়া হবে।
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH): PHH এবং SPHH রেশন কার্ডের মতো খাদ্যদ্রব্য এই ক্যাটেগরিতে দেওয়া হবে।
RKSY1 রেশনকার্ড: মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এই ক্যাটাগরির রেশন কার্ড এ।
RKSY2 রেশনকার্ড: এই ক্যাটেগরিতে শুধুমাত্র ২ কেজি চাল দেওয়া হবে।
জানিয়ে রাখা ভালো আপনি যদি উপরে উল্লেখিত পরিমাণের থেকে কম খাদ্যদ্রব্য পেয়ে থাকেন তাহলে অভিযোগ জানাতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে। অভিযোগ জানানোর জন্য ফোন করতে পারেন ১৯৬৭ অথবা ১৮০০৩৫৫৫৫০৫ নম্বরে। এছাড়াও ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে whatsapp করতে পারেন।