মাত্র ১২ বছরেই হতাশ আনন্দ মহিন্দ্রা, বিক্রি করলেন নিজের এই কোম্পানিকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে বিক্রি হল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার দক্ষিণ কোরিয়ার কোম্পানি সাংইয়ং মোটর। বেশকিছু মাস ধরে এটির জন্য অপেক্ষা করছিল আনন্দ মাহিন্দ্রার এমঅ্যান্ডএম গ্রুপ। দীর্ঘদিন ধরে চেষ্টার পর দক্ষিণ কোরিয়ার কয়েকটি কোম্পানির একটি জোট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার দক্ষিণ কোরিয়ার কোম্পানি সাংইয়ং মোটর কিনতে রাজী হয়।

বেশকিছু মাস ধরে কোন ক্রেতা না পাওয়ায় মাহিন্দ্রা গ্রুপের এই সাংইয়ং মোটর মামলাটি আদালতের চক্কর কাটছিল। তবে বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার কয়েকটি কোম্পানির একটি জোট 305 বিলিয়ন অর্থাৎ প্রায় 254.56 মিলিয়ন ডলার দিয়ে সাংইয়াং মোটর কিনতে রাজী হয়।

প্রায় ১২ বছর আগে ২০১০ সালে এই সংস্থাটি অধিগ্রহণ করেছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তারপর চলতে চলতে ২০২০ সালের এপ্রিলে এই কোম্পানিতে টাকা বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মাহিন্দ্রা গ্রুপ। ২০২০ সালের শেষের দিকে 100 বিলিয়ন ঋণের কারণে সাংইয়াং মোটরকে দেউলিয়াত্বের মামলা দায়ের করতে হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে করোনা আবহে এই কোম্পানির অবস্থা আরও খারাপ হতে শুরু করে।

ধীরে ধীরে কোম্পানির বিক্রি কমতে থাকে। এরপর আরও দ্রুত ক্রেতা খোঁজা শুরু হয়। অবশেষে দক্ষিণ কোরিয়ার কয়েকটি কোম্পানির একটি জোট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার দক্ষিণ কোরিয়ার কোম্পানি সাংইয়ং মোটর কিনতে রাজী হয়।

সম্পর্কিত খবর

X