সদ্যজাতের পাশে তালিবানি পতাকা, আফগানিস্তান শাসনের বার্তা জঙ্গিদের

বাংলাহান্ট ডেস্কঃ তালিবান শাসনের প্রথম দিন ১৫ ই আগস্ট কাবুলে (Kabul) হাসপাতালে জন্ম নেওয়া সদ্যোজাতদের পাশে রাখা হল তালিবানি পতাকা। অতর্কিতে বার্তা দিল, যেন আফগানিস্তান শাসনে প্রস্তুত এবার তালিবানি জঙ্গিরা।

দীর্ঘ ২০ বছর পর চুক্তি অনুযায়ী, আফগানিস্তান থেকে ধীরে ধীরে শরিয়ে নেওয়া হয় মার্কিন সেনাবাহিনী। আর তারপর থেকেই ভয়ঙ্কর চেহারা নেয় কাবুলিওয়ালাদের দেশ। দৌরাত্ম্য বাড়তে থাকে তালিবানদের। একের পর এক প্রদেশ দখল করে নেয় তালিবানি জঙ্গিরা। দেখাতে থাকে নিজেদের দাপট।

1628993812 taliban

এরপর দীর্ঘ ২০ বছর পর ফের একবার আফগানিস্তানের মসনদ দখল করে নিল তালিবানরা। প্রাক্তন রাষ্ট্রপতি আশরাফ ঘনি পদত্যাগ করে সমস্ত সম্পত্তি নিয়ে পালিয়েছেন। দেশবাসীকে এই সংকটের মধ্যে রেখে, প্রেসিডেন্টের এভাবে পালিয়ে যাওয়াটা, লজ্জাজনক বলে ব্যাখ্যা করেছে সে দেশের আতঙ্কিত নাগরিকরা।

প্রাণ বাঁচানোর তাগিদে দেখা গিয়েছিল, কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের হুড়োহুড়ি। আগে বিমানে চাপার জন্য লম্বা লাইনও দেখা গিয়েছিল। আবার আকাশপথে চলন্ত বিমান থেকে মানুষদের পড়ে যাওয়ার ভয়ঙ্কর চিত্রও দেখা গিয়েছিল।

এই প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতিতে যেখানে মানুষ প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছেন, এই পরিস্থিতিতে তালিবানি শাসনের প্রথম দিনে, কাবুলে হাসপাতালে জন্ম নেওয়া সদ্যোজাতদের পাশে নিজেদের পতাকা রাখল তালিবানরা। দেখাতে চাইল, এবার আফগানিস্তান শাসনের জন্য পুরোপুরি প্রস্তুত তাঁরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর