মদনের দুয়ারে হামলা, তৃণমূল পার্টি অফিসে এলোপাথাড়ি গুলি, বোমাবাজিতে শিশু সহ আহত ৬

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রাতে আচমকাই গুলি বোমা চলল মদন মিত্রের (Madan Mitra) এলাকায়। কামারহাটি (kamarhati) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় আহত হয়েছেন মোট ৬ জন, যাদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা এবং একজন শিশুও। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহতদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কামারহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে তৃণমূলের এই পার্টি অফিস। যেখানেই গতকাল রাতের এই বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে ছুটে যায় কামারহাটি ফাঁড়ির পুলিশ এবং পরবর্তীতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় টহল দেয়। এই ঘটনায় তদন্তের দায়িত্ব নেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট মনোজ কুমার বর্মা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় ৮ টা নাগাদ দলীয় পার্টি অফিসে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগ উঠেছে, আচমকাই সেখানে ৭-৮ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে দুরাউন্ড গুলি চালায় এবং এলোপাথাড়ি বোমাবাজি করতে শুরু করে দেয়। যার ফলেই আহত হন ৬ জন। তবে এই ঘটনায় এখনও অবধি দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পরবরতীতে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, ‘বিজেপির কোন জায়গা নেই কামারহাটিতে, তাই শুধু শুধু বিজেপির ঘাড়ে দোষ চাপানো যাবে না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুই গোষ্ঠীর মধ্যেই এই লড়াই হয়েছে’। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কোন প্রতিক্রিয়া না দিলেও, ৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছেন, দলের একটা অংশের মদতেই এই ঝামেলা হয়েছে।

সম্পর্কিত খবর

X