নরেন্দ্র মোদীর সভায় এবার উপস্থিত থাকতে চলেছেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ, তুঙ্গে দলবলের জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ  প্রথম দফা ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্বদের দিয়ে একেরপর এক সভা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ( BJP )। এমনকি নিয়মিত দিল্লি থেকে উড়ে এসে বাংলায় তৃণমূল সরকারের উৎখাতের ডাক দিচ্ছেন মোদী-আমিত শাহ ( Narendra Modi )। রবিবারই নজির তৈরি করে একই সাথে ভিন্ন মঞ্চ থেকে নির্বাচনী সভা করে গেলেন মোদী-শাহ। গতকাল এগরায় অমিত শাহের সভা থেকে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে আনুষ্ঠানিক ভাবে নাম লিখিয়েছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ( Sisir Adhikari )।

এবার ২৪ তারিখ মোদীর কাঁথির সভায় উপস্থিত থাকতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। যা নিয়ে রাজনৈতিক মহলে দলবদলের জোর জল্পনা শুরু হয়েছে। জানা জাচ্ছে, গেরুয়া শিবিরের তরফে সাংসদকে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে তিনি ওই মঞ্চে উঠে প্রধানমন্ত্রীর হাত থেকে বিজেপি পতাকা তুলে নেবেন কি না, তা নিয়ে জিইয়ে রাখা হয়েছে জল্পনা।

   

Dibyendu adhikari

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকে রাজ্যে দলবদলের যে হিড়িক লেগেছে, তা এখনও অব্যহত। একের পর হেভিওয়েট নেতারা যোগ দিয়েছেন বিজেপিতে। এমনকি এদিন শুভেন্দুর ভাই দিব্যেন্দুর প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার প্রসঙ্গ উঠে এলে, রাজনৈতিক মহল শুভেন্দুর করা একটি মন্তব্য নিয়ে জোর চর্চা করছে। দলবদল পর্বে শুভেন্দু বলেছিলেন, রামনবমীর আগেই তাঁর বাড়িতে আরও পদ্ম ফুটবে। সেই থেকেই শুরু হয়েছিল কানাঘুষো।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ৮টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তমলুকের এই সাংসদ। এমনকি ছেড়ে ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধির পদও। তারপর থেকেই দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জোরদার হয়ে ওঠে। তবে তারপর থেকে ১ মাসেরও অধিক সময় কেটে গেলেও তিনি তৃণমূল ( TMC ) ত্যাগ করেন নি। এবার কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিয়ে তিনি কি সব জল্পনার অবসান ঘটাতে চলেছেন ? এমনই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলের সর্বত্র।

সম্পর্কিত খবর