জ্যোতি বসুর নামাঙ্কিত কর্মসূচিতে আসছেন না দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রী! মুখ ফেরালেন নীতিশও

বাংলাহান্ট ডেস্ক : আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে নিউ টাউনে জ্যোতি বসুর নামাঙ্কিত ‘স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর প্রবীণতম সদস্য পিনারাই বিজয়নের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও তা বাতিল করলেন তিনি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারেরও যোগ দেওয়ার কথা ছিল এই অনুষ্ঠানে। তবে শেষ পর্যন্ত নীতীশ কুমারও বাতিল করেছেন কলকাতায় আসা। রাজ্য  সিপিএমের প্রভাতী দৈনিকে আজকের অনুষ্ঠানের সূচি প্রকাশিত হয়েছে। নীতীশ এবং বিজয়নের নাম সেই সূচিতে নেই। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভা করা হবে। 

আরোও পড়ুন : দেশের সেরা হাসপাতালের তালিকায় তিনটি বাংলার, পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল নয়া পালক

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সেই সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দুদিনের কেরল সফরে গিয়েছেন। প্রধানমন্ত্রী মঙ্গল ও বুধবার থাকবেন কেরলে। প্রোটোকল অনুযায়ী, কোনও রাজ্যে যদি প্রধানমন্ত্রী যান, তাহলে তাঁর সফরকালে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যত্র যেতে পারেন না।

আরোও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন!’ মমতার সংহতি মিছিল রুখতে বড় পদক্ষেপ শুভেন্দুর

সেই জন্য বুধবার সিপিএমের এই অনুষ্ঠানে কলকাতায় যোগ দিতে আসতে পারছেন না বিজয়ন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় নীতীশ কুমারের ভূমিকা নিয়ে যখন আলোচনা চলছে, তখন সিপিএম চেয়েছিল জ্যোতি বসুর নামাঙ্কিত এই অনুষ্ঠানে দুজন অবিজেপি মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানো। তবে সেই আশা একেবারেই নষ্ট হল।

1705475107 cpim

তবে নিতীশ কুমারের দপ্তর থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর শরীর খারাপ। তাই তিনি কলকাতায় এই অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারবেন না। যদিও ‘ইন্ডিয়া’ জোটে নিতীশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই তাঁর অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর