‘মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন!’ মমতার সংহতি মিছিল রুখতে বড় পদক্ষেপ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক: আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আদতে উস্কানি দিচ্ছেন অশান্তিতে। শুভেন্দু অধিকারী সম্প্রতি এমনটাই মন্তব্য করলেন।

আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল যে পাল্টা কর্মসূচি নিয়েছে সেই বিষয়ে রাজ্যপাল ও হাইকোর্টের হস্তক্ষেপ করা উচিত বলেই মত বিরোধী দলনেতার। তৃণমূলের কর্মসূচি পিছিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানান বিরোধী দলনেতা।

আরোও পড়ুন : হঠাৎ ‘ওয়েদার চেঞ্জ’! বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গই, ঠান্ডা বাড়বে নাকি কমবে? দেখুন আজকের আবহাওয়া

মঙ্গলবার সন্ধ্যায় শুভেন্দু বলেছেন, “এটা খুবই উদ্বেগের। সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। কার্যত উনি উসকানি দিচ্ছেন, গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেইদিন রাম নবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হোক।”

আরোও পড়ুন : ভারতের পর এবার খেল দেখাল ইরান! জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের মাটিতে হামলা, চাপে ইসলামাবাদ

তিনি আরো উল্লেখ করেন, “পশ্চিম বাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের রাজ্যের পুলিশমন্ত্রী এবং শাসকদলের মুখিয়া, তিনি এই ধরণের আগুন লাগানোর চেষ্টা করছেন। এই উসকানি ছাড়া উনি ওনার হারিয়ে যাওয়া মুসলিম ভোটব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন”।

এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্য, “ওনার থেকে মুসলিমরা মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই মুসলিমদরদী দেখিয়ে ভোটব্যাঙ্ককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার নবান্ন থেকে বলেছেন, “বারবার আমি বলি ধর্ম যার যার, তবে উৎসব সবার। দলীয়ভাবে আমি একটা পদযাত্রা করব ২২ তারিখ।”

suvendu adhikari

মমতা জানান, “সেদিন প্রথমে আমি যাব কালীঘাট মন্দিরে। সেখান থেকে মাকে পুজো দিয়ে হাজরা মোড় থেকে সব ধর্মের মানুষদের নিয়ে পার্ক সার্কাস ময়দানে যাব। সেখানে একটি সভা হবে। মা কালীকে ছুঁয়ে, মন্দির – মসজিদ – গুরুদ্বার, ওখানে অনেক গীর্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা এই সংহতি মিছিল করব।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর