মেট্রোয় যাতায়াতে সর্বাধিক কত কেজির জিনিস সঙ্গে রাখতে পারবেন? নিয়ম না জানলেই বিপদ

বাংলাহান্ট ডেস্ক : শহর অঞ্চলে মেট্রো হল লাইফ লাইন। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে মেট্রো চলাচল করে। ভারতের প্রথম মেট্রো সার্ভিস শুরু হয়েছিল আমাদের শহর কলকাতায়। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন এই মেট্রোকে।

সুরঙ্গ পথ দিয়ে বাতানুকূল কামরায় অত্যন্ত আরামে আমরা দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারি এই মেট্রোর মাধ্যমে। আমরা অনেকেই মেট্রোতে যাতায়াত করি। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের বেশ কিছু নিয়ম রয়েছে মেট্রো চড়ার ক্ষেত্রে। আপনি কি মেট্রোর এই নিয়মগুলি সম্পর্কে অবগত?

যদি মেট্রোয় এই নিয়মগুলি না মেনে সফর করেন, তাহলে আপনাকে যেকোনো সময় শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে। আপনার জানা আছে কলকাতা মেট্রোয় যাত্রাকালে আপনি আপনার সাথে সর্বোচ্চ কত ওজনের জিনিস বহন করতে পারবেন? নিয়ম না জানলেই বিপদ বাড়বে।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ওয়েবসাইট অনুযায়ী, যাত্রীরা নিজেদের সাথে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ বহন করতে পারবেন। অন্যদিকে যাত্রীরা বড় ব্যাগ নিয়ে মেট্রোয় উঠতেই পারেন। তবে সেই বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট স্টেশনের নিরাপত্তারক্ষীদের উপর। নিরাপত্তারক্ষীরা যদি চেকিং করার পর ছাড় দেন তবেই যাত্রীরা মেট্রোয় চিন্তা মুক্তভাবে যাত্রা করতে পারবেন।

Kolkata metro

এছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা নিয়ে মেট্রোয় সফর করা যায় না। এই জিনিসগুলি নিয়ে সফর করলে আপনাকে শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে। মৃত পশু বা পাখি, তেল, অ্যাসিড, কোনও রকম দাহ্য পদার্থ, বাজি বা বিস্ফোরক নিয়ে মেট্রোয় ওঠা যায় না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর